UGC NET Online Coaching with BSSEI

RRB NTPC 2024-25: Full Syllabus, Post-Preference, and Exam Process

September 18, 2024
RRB-NTPC-2024-New-Vacancy

৫ বছর পর আবার হতে চলেছে RRB NTPC এর পরীক্ষা। ১৩ ই সেপ্টেম্বর ২০২৪-এ প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে লেভেল ২,৩,৫ এবং ৬ পদের জন্য মোট ১১৫৫৮ টি ভ্যাকেন্সি রয়েছে।

এক নজরে দেখে নেওয়া যাক শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, আবেদনের তারিখ, মোড অফ এক্সাম, স্টেজেস অফ এক্সাম, কোন কোন পদের জন্য অ্যাপ্লাই করা যাবে ইত্যাদি।

শিক্ষাগত যোগ্যতা

যে-কোনো বিষয়ে স্নাতক /  উচ্চমাধ্যমিক পাশ

বয়সসীমা

১৮-৩৬ বছর (স্নাতক), ১৮-৩৩ বছর (উচ্চমাধ্যমিক পাশ)

ভ্যাকেন্সি সংখ্যা

৮১১৩ (স্নাতকদের জন্য), ৩৪৪৫ (উচ্চমাধ্যমিক উত্তীর্ণদের জন্য)

আবেদনের তারিখ

১৪ ই সেপ্টেম্বর থেকে ১৩ ই অক্টোবর, উচ্চমাধ্যমিক লেভেলের প্রার্থীরা ২১ শে সেপ্টেম্বর থেকে আবেদন করতে পারবে

আবেদন ফি

জেনারেল প্রার্থী- ৫০০ টাকা।  তপশিলি জাতি-উপজাতি, এক্স সার্ভিসম্যান এবং আর্থিকভাবে পিছিয়ে পড়া প্রার্থীদের জন্য- ২৫০ টাকা

মোড অফ এক্সাম

অনলাইন

স্টেজেস অফ এক্সাম

CBT-1, CBT-2 স্কিল টেস্ট , ডকুমেন্ট ভেরিফিকেশন, মেডিক্যাল টেস্ট, চূড়ান্ত নির্বাচন

পরীক্ষার তারিখ

পরে জানানো হবে

অফিসিয়াল ওয়েবসাইট 

http//indianrailways.gov.in/

স্নাতক উত্তীর্ণরা নিম্ন লিখিত পদ্গুলির জন্য আবেদন করতে পারবেন – 

পদ 

বেতন 

মোট শূন্যপদ 

জব প্রোফাইল 

স্কিল টেস্ট

স্টেশন মাস্টার

কেন্দ্রীয় সরকারের পে লেভেল ৬ অনুযায়ী প্রতিমাসে বেতন ৩৫,৪০০/-

 ৯৯৪ টি

নির্ধারিত রেলওয়ে স্টেশনের কাজ তত্ত্বাবধান করে, নির্ধারিত রেলওয়ে স্টেশনের ইনচার্জ হিসেবে কাজ করা। ট্রেনের সময়মতো আগমন ও প্রস্থান নিশ্চিত করে এবং যাত্রীদের সম্মুখীন সমস্যাগুলি পরিচালনা করা। 

Computer Based Aptitude Test 

চিফ কমার্শিয়াল টিকিট সুপারভাইজার

কেন্দ্রীয় সরকারের পে লেভেল ৬ অনুযায়ী প্রতিমাসে বেতন ৩৫,৪০০/-

১৭৩৬ টি

বিভিন্ন বাণিজ্যিক শাখার তদারকি করা। বাণিজ্যিক সুপারভাইজার/ গুডস সুপারভাইজার/ কমার্শিয়াল ইন্সপেক্টর/ পার্সেল সুপারভাইজার পদের অধীনে কাজ করা। 

নেই 

গুডস ট্রেন ম্যানেজার

কেন্দ্রীয় সরকারের পে লেভেল ৫ অনুযায়ী প্রতিমাসে বেতন ২৯,২০০/- টাকা

৩১৪৪ টি

যানবাহনের কার্যকারিতা নিরীক্ষণ করা। ট্রেন চলার সময় ছোটখাটো সমস্যা চিহ্নিত করা এবং সমাধান করা। ব্রেক ধারাবাহিকতা নিশ্চিত করা। স্টেশন মাস্টারের সাথে কাজ করা এবং ট্রেনের আগমন এবং প্রস্থান সম্পর্কে তথ্য যোগাযোগ করা, ইত্যাদি

নেই

জুনিয়র একাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট

কেন্দ্রীয় সরকারের পে লেভেল ৫ অনুযায়ী প্রতিমাসে ২৯,২০০/-

১৫০৭ টি

লেনদেন, ব্যয়, দাবি নিষ্পত্তি ইত্যাদির ট্র্যাক রাখার জন্য অ্যাকাউন্টিং রেকর্ড বজায় রাখার জন্য দায়িত্বশীল

Typing Test

সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট

কেন্দ্রীয় সরকারের পে লেভেল ৫ অনুযায়ী প্রতিমাসে বেতন ২৯,২০০/- টাকা

৭৩২ টি

বিভিন্ন বিভাগে করণিক কাজের জন্য দায়িত্বশীল জুনিয়র ক্লার্কের তত্ত্বাবধান করা। 

Typing Test

উচ্চমাধ্যমিক উত্তীর্ণরা নিম্নলিখিত পদ্গুলির জন্য আবেদন করতে পারবেন – 

পদ 

বেতন

মোট শূন্যপদ 

জব প্রোফাইল

স্কিল টেস্ট

কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক

কেন্দ্রীয় সরকারের পে লেভেল ৩ অনুযায়ী প্রতিমাসে বেতন ২১,৭০০/-

২,০২২

কম্পিউটার রিজার্ভেশন সিস্টেম (CRS) এবং Unreserved Ticketing System (UTS) এর মাধ্যমে টিকিট ইস্যু করা। লাগেজের সাথে সম্পর্কিত রেকর্ড রাখা এবং সংযোগ বজায় রাখা।

নেই

অ্যাকাউন্টস ক্লার্ক কাম টাইপিস্ট

কেন্দ্রীয় সরকারের পে লেভেল ২ অনুযায়ী প্রতিমাসে বেতন ১৯,৯০০/- টাকা

৩৬১

অ্যাকাউন্টস এবং ফাইন্যান্স ডিপার্টমেন্টের অধীনে কাজগুলি সম্পাদন করা। আর্থিক লেনদেনের ট্র্যাক রাখা, ডেটা এন্ট্রি এবং বিভাগের অন্যান্য সংশ্লিষ্ট কাজের জন্য দায়ী প্রশাসনিক কার্যক্রমে সহায়তা করা

Typing Test

জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট

কেন্দ্রীয় সরকারের পে লেভেল ২ অনুযায়ী প্রতিমাসে বেতন ১৯,৯০০/-

৯৯০

সিনিয়র ক্লার্কদের সহায়তা করা এবং ডেটা এন্ট্রির কাজে সহায়তা করা

Typing Test

ট্রেনস ক্লার্ক

কেন্দ্রীয় সরকারের পে লেভেল ৩ অনুযায়ী প্রতিমাসে বেতন ১৯,৯০০/-

৭২

ট্রেন সম্পর্কিত সাধারণ রেকর্ড এবং তাদের অবস্থা বজায় রাখা, সেই সঙ্গে ট্রেনে কোচের সংখ্যার ট্র্যাক রেকর্ড রাখা

নেই

এবার আসি RRB NTPC পরীক্ষার নম্বর বিভাজন প্রসঙ্গে-

CBT-1 ( 1st Stage Computer based Test বা প্রিলিমিনারি রাউন্ড) 

জেনারেল অ্যাওয়ারনেস

৪০

গণিত

৩০

জেনারেল ইন্টেলিজেন্স এন্ড রিজনিং

৩০

মোট

১০০

 সময়সীমা- ৯০ মি.

নেগেটিভ মার্কিং- ১/৩

CBT-2 ( CBT -1 এ কোয়ালিফাই করলে তবেই 2nd Stage Computer Based Test এ বসতে পারা যাবে)

জেনারেল অ্যাওয়ারনেস

৫০

গণিত

৩৫

জেনারেল ইন্টেলিজেন্স এন্ড রিজনিং

৩৫

মোট

১২০

সময়সীমা- ৯০ মি.  

নেগেটিভ মার্কিং- ১/৩

*** স্কিল টেস্ট এর ক্ষেত্রে টাইপিং স্পিড থাকতে হবে – (জুনিয়র একাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট, সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, অ্যাকাউন্টস ক্লার্ক কাম টাইপিস্ট,জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট) 

ইংরেজি- 30 WPM

হিন্দি- 25 WPM

চোখ রাখা যাক  RRB NTPC-এর সিলেবাস-এর দিকে- 

RRB NTPC গণিত

সংখ্যা পদ্ধতি (Number System)

 দশমিক ও ভগ্নাংশ (Decimals & Fractions)

 ল.সা.গু. ও গ.সা.গু. (L.C.M. & H.C.F.)

 অনুপাত ও অনুপাত (Ratio & Proportions)

 শতাংশ (Percentage)

 গড় (Average) 

 সময় ও কার্য (Time & Work)

 সময় ও দূরত্ব (Time & Distance)

 সরল সুদ (Simple Interest)

 জটিল সুদ (Compound Interest)

 লাভ ও ক্ষতি (Profit & Loss)

 বীজগণিত (Algebra)

 জ্যামিতি (Geometry)

 ত্রিকোণমিতি (Trigonometry)

 পরিমিতি (Mensuration)

 পরিসংখ্যান (Statistics)

RRB NTPC জেনারেল অ্যাওয়ারনেস

 জাতীয় ও আন্তর্জাতিক ঘটনা
খেলাধুলা
ভারতের শিল্প ও সংস্কৃতি
ভারতীয় সাহিত্য
স্মৃতিস্তম্ভ
পদার্থবিদ্যা
রসায়নবিদ্যা
জীববিদ্যা
পরিবেশবিদ্যা
ভারতের ইতিহাস এবং স্বাধীনতা সংগ্রাম
ভারত ও বিশ্বের ভূগোল
ভারতীয় রাজনীতি ও সংবিধান
ভারতের মহাকাশ ও পারমাণবিক কর্মসূচি
বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত উন্নয়ন
জাতিসংঘ এবং অন্যান্য গুরুত্বপূর্ণ সংস্থা
পরিবেশগত সমস্যা
কম্পিউটার অ্যাপ্লিকেশন
ভারতে পরিবহন ব্যবস্থা
ভারতীয় অর্থনীতি
ভারত ও বিশ্বের বিখ্যাত ব্যক্তিত্ব
ভারতের উদ্ভিদ ও প্রাণীজগৎ
ভারতীয় সরকার ও পাবলিক সেক্টর অর্গানাইজেশন

RRB NTPC জেনারেল ইন্টেলিজেন্স এন্ড রিজনিং

উপমা (Analogy)
সিরিজ (Number & Alphabetical Series)
কোডিং ও ডিকোডিং (Coding & Decoding)
গাণিতিক ক্রিয়াকলাপ (Mathematical Operations)
সাদৃশ্য ও বৈসাদৃশ্য (Similarities and Differences)
সম্পর্ক (Blood Relation)
বিশ্লেষণাত্মক যুক্তি (Analytical Reasoning)
সাইলোজিম (Syllogism)
জাম্বলিং (Jumbling)
ভেন ডায়াগ্রাম (Venn Diagrams)
ধাঁধা (Puzzle)
ডেটার পর্যাপ্ততা (Data Sufficiency)
বিবৃতি- উপসংহার (Statement- Conclusion)
সিদ্ধান্ত বিবৃতি (Decision Making))
গ্রাফ (Data Interpretation)

হাতে সময় খুব কম। অথচ লড়াইয়ের ময়দানে প্রতিযোগী অনেক।  তাই দেরি না করে নিজের স্বপ্ন পূরণ করতে আজ থেকেই শুরু করে দিন নিজেদের প্রস্তুতি BSSEI এর সঙ্গে।

পরীক্ষার প্রস্তুতির জন্য কেন প্রয়োজন কোচিং সেন্টারের– 

১) অভিজ্ঞ প্রশিক্ষকের তত্ত্বাবধানে প্রস্তুতি নেওয়া সহজ হয়

২) নিরন্তর পড়াশোনার চর্চার মধ্যে থাকা যায়

৩) পরীক্ষার প্রস্তুতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ট্র্যাটেজি/ ট্রিকস শেখা যায়

৪) সঠিক গাইডেন্সের ফলে নির্দিষ্ট সময়ের মধ্যে বৃহৎ সিলেবাস শেষ করা যায়

৫) কঠিন বিষয়গুলি বিভিন্ন ট্রিকসের মাধ্যমে প্র্যাকটিস করার ফলে সহজতর হয়ে যায়

৬) নিয়মিত মক টেস্ট দেওয়ার ফলে পরীক্ষার ভয় কেটে যায়

RRB-NTPC-2016-to-2021-Previous-Question-Paper-PDF

Download BSSEI Competitive App

আগামী RRB NTPC 2024-2025 কে মাথায় রেখে BSSEI  নিয়ে আসছে নতুন ব্যাচ। যেখান থেকে আপনি স্বল্প সময়ের মধ্যে সেরা প্রস্তুতি নিতে পারবেন। বিস্তারিত জানতে যোগাযোগ করুন এই নম্বরে –   8240968588

Leave a Comment