UGC NET Online Coaching with BSSEI

PSC Miscellaneous 2024 এর Expected Cut off ও Mains এর প্রস্তুতির টিপস

September 26, 2024
PSC-MIscellaneous-2024-cut-off

কয়েক বছর অপেক্ষার পর গত ১৫. ০৯. ২০২৪-এ Public Service Commission পরিচালিত Miscellaneous-2023-এর Prelims পরীক্ষা সম্পন্ন হয়েছে। পরীক্ষা দেওয়ার পর পরীক্ষার্থীদের মনে এই চিন্তা কাজ করে যে, Cut Off কত উঠবে, পারবো তো Mains-এর পরীক্ষায় বসতে। তাহলে একনজরে দেখে নেওয়া যাক বিগত বছর গুলোর Cut Off এর তালিকা- 

                                  Miscellaneous-2018 Cut Off 

২০১৮ সালে মোট ভ্যাকেন্সি ছিল ১৫৫১ টি। 

Category

Prelims Cut Off (200)

Mains Cut Off (450)

Final Cut Off (550)

UR

103.66

243

313

OBC A

99.66

215

285

OBC B

103.33

225

303

SC

96.33

203

314

ST

66.67

195

268

এবার আসি ২০১৯ সালের Miscellaneous-এর Cut Off এ। সে বছর মোট ভ্যাকেন্সি ছিল ৪৮২ টি।

                                 Miscellaneous-2019 Cut Off

Category

Prelims Cut Off(200)

Mains Cut Off (450)

Final Cut Off (550)

UR

108.66

248

336

OBC A

98.66

248

329

OBC B

103.33

248

338

SC

93.33

247

314

ST

68

207

275.6

এখন আসি এই বছরের Miscellaneous-এর Expected Cut Off এ।

এই বছর পরীক্ষার্থী ছিল ২ লক্ষ, কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়া, বৃষ্টির কারণে বহু পরীক্ষার্থীই পরীক্ষা দিতে যেতে পারে নি। কিন্তু তার জন্য Cut Off কমবে না কখনই। তবে কতগুলো জিনিস মাথায় জরুরি। এবারের পরীক্ষায় G.K এবং G.S-এর প্রশ্ন সোজা ছিল। গণিতের প্রশ্ন Modarate – Advance level-এর ছিল। তবে এবারের ভ্যাকেন্সি সংখ্যাও কিছু বলা হয়নি।

                                 Miscellaneous-2024 Cut Off

Year

UR

OBC A

OBC B

SC

ST

2018

108.66

99.66

103.33

96.33

66.67

2019

108.66

98.66

103.33

93.33

68

2024 (Expected)

130-135

110-115

128-133

100-105

95-100

তবে এটা কোনো Official Cut Off নয়, এটা আনুমানিক Cut Off।

Mains Syllabus

Cut Off যতই উঠুক না কেন Mains এর প্রস্তুতি নেওয়ায় ফাঁকি দিলে চলবে না। কারণ হাতে সময় খুব বেশি নেই। তাই Mains-এর সিলেবাস, প্রশ্নের প্যাটার্ন নিয়ে একটু বিস্তারিত আলোচনা করা যাক।

Paper 1

Paper 2

Paper 3

Bengali

English

G.K and G.S + Math

150 Marks

150 Marks

100+50 = 150 Marks

1hr 30 mins

1hr 30 mins

2hr 30 mins

Bengali Paper 1 Question Patterns (Mains)

Paper 1 বাংলা-তে কী কী টপিকের ওপর প্রশ্ন আসতে পারে কিংবা প্রশ্নের প্যাটার্ন কেমন হতে পারে একবার চোখ বুলিয়ে নেওয়া যাক-

Topic

Question

Marks

১) অনুবাদ

২টি থাকবে

২x২০ = ৪০ 

২) সারসংক্ষেপ 

১টি থাকবে

১x৪০= ৪০

৩) প্রতিবেদন 

১টি থাকবে

১x৪০= ৪০

৪) অশুদ্ধি সংশোধন

৫ টি থাকবে

৫x২ = ১০

৫) এক কথায় প্রকাশ

৫ টি থাকবে

৫x২ = ১০

৬) প্রবাদ প্রবচনের দ্বারা বাক্য রচনা 

৫ টি থাকবে

৫x২ = ১০

English Paper 2 Question Patterns (Mains)

Paper 2 English -এর টপিক সম্পর্কে বিস্তারিত একটু আলোচনা করা যায়- 

Topic

Question

Marks

1. Translation

2

2x20=40

2.Report

1

1x40=40

3. Precis

1

1x40=40

4.Grammar

5

5x2=10

5.Correct following Sentence

5

5x2=10

6. Make sentence with Idioms/Phrases

5

5x2=10

Paper 3 Question Patterns (Mains)

এবার আলোচনা করি Paper 3 এর দুটি ভাগ Group A ও Group B নিয়ে। Group A তে রয়েছে  G.K and G.S। আর Group B তে আছে গণিত।

Group A তে রয়েছে  G.K and G.S। এটির আবার দুটি ভাগ। 

Part 1

প্রথম ভাগ মানে  Part 1 এ ৫ টি প্রশ্ন থাকে তারমধ্যে ৩টি লিখতে হয়।

*1 নং প্রশ্নটি অবশ্যই করতে হবে 1×20=20

* পরের ৪টি প্রশ্নের মধ্যে থেকে ২টো করতে হবে 2×15=30

Part 2

1.Abbreviations/Full Form

5টা প্রশ্ন

5x2=10

2.Government Scheme

5টা প্রশ্ন

5x2=10

3. Short Question

15টা প্রশ্ন 

15x2=30

অর্থাৎ Part 1 + Part 2  মিলিয়ে ৫০+৫০=১০০ নম্বর। 

 

Group B তে আছে গণিত। ১৫টি অঙ্ক থাকে, তার মধ্যে ১০টা করতে হয়। অর্থাৎ 10×5=50

  • Mains-এর পরীক্ষা বাংলা, ইংরেজি এবং নেপালি ভাষায় দেওয়া যায়।
  • প্রশ্ন Descriptive type এর হয়ে থাকে। 
  • মোট ৪৫০ নম্বরের পরীক্ষা হয়।
  • সময় থাকে ৫ ঘন্টা ৩০ মিনিট। একদিনেই পরীক্ষা হয়। 
  • Mains পরীক্ষার পর Personality Test হয়।

Mains পরীক্ষার ৪৫০ নম্বর এবং Personality Test এর ১০০ নম্বর যোগ করে Final cut off নির্ধারিত হয়।

Mains এর প্রস্তুতি কীভাবে নেবেন- 

১) গণিত রোজ প্র্যাকটিস করতে হবে। 

২) ইংরাজিতে দুর্বলতা থাকলে একটু একটু করে প্রতিদিন ইংরাজি খবরের কাগজ, বই ইত্যাদি পড়ে নিজস্ব শব্দভান্ডার বৃদ্ধি করতে হবে।

৩) বাংলা প্রতিবেদন এবং ইংরাজি রিপোর্ট লেখা প্র্যাকটিস করতে হবে। 

৪) পুরোনো পড়াগুলি রিভিশন দিতে হবে। 

৫) নিয়মিত মক টেস্ট দিতে হবে। 

৬) পূর্ববর্তী বছরের প্রশ্নপত্র কেমন এসেছিল তা ভালো করে পর্যবেক্ষণ করতে হবে। এবং সেগুলো সল্ভ করার চেষ্টা করতে হবে। 

৭) কারেন্ট অ্যাফেয়ার্সগুলি তৎপরতার সঙ্গে সংগ্রহ করে নিজেকে আপ টু ডেট রাখতে হবে।

Leave a Comment