UGC NET Online Coaching with BSSEI

নভেম্বর মাসের ১০ টি সরকারি চাকরির ফর্ম ফিলাপের অন্বেষণ

November 2, 2024
Job alerts for November month

জীবনে প্রতিষ্ঠিত হওয়ার স্বপ্ন সকলেরই রয়েছে। ছোটো থেকেই সবাই সেই স্বপ্নকে লালিত করতে থাকে। তবে স্বপ্নকে শুধুমাত্র স্বপ্ন মনে করে সীমাবদ্ধ রাখলে চলবে না।  তাকে বাস্তবায়িত করার চেষ্টায় ব্রতী হতে হবে। সময়ের সঙ্গে সঙ্গে তাল মিলিয়ে চলতে গেলে অবশ্যই প্রয়োজন সঠিক কৌশল অবলম্বনের মাধ্যমে অধ্যয়ন করে নিজের স্বপ্ন পূরণের পথে দৃঢ় পদক্ষেপ গ্রহণ করা।  নভেম্বর মাসে আসন্ন কোন কোন পরীক্ষার ফর্ম ফিলাপ চলছে  একনজরে দেখে নেওয়া যাক- 

১) NICL- এ Assistant Recruitment – 2024 

NICL বা ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড হল ভারতের রাষ্ট্রীয় মালিকানাধীন সাধারণ বীমা কোম্পানি। এটি ভারত সরকারের অর্থ মন্ত্রণালয় দ্বারা পরিচালিত হয়। NICL বীমা খাতে যোগদান করতে আগ্রহী প্রার্থীদের জন্য একটি সুবর্ণ সুযোগ উপস্থাপন করেছে। খুব শীঘ্রই তারা সহকারী পদে নতুন প্রার্থী নিয়োগ করবে। এই পরীক্ষা সম্পর্কিত কিছু তথ্য দেখে নিন বিস্তারিত- 

অনলাইন ফর্ম ফিলাপ

শুরু- ২৪/১০/২০২৪

শেষ - ১১/১১/২০২৪

পরীক্ষার তারিখ

Phase ১- ৩০/১১/২৪

Phase ২- ২৮/১২/২০২৪

মোট ভ্যাকেন্সি

৫০০

বয়স সীমা

১/১০/২৪ অনুসারে 

জেনারেল- ২১-৩০

OBC- ২১-৩৩

SC/ST- ২১-৩৫

শিক্ষাগত যোগ্যতা

যেকোনো বিভাগে স্নাতক

অ্যাপ্লিকেশন ফি বা আবেদন মূল্য

জেনারেল- ৮৫০

SC/ST- ১০০

অফিসিয়াল ওয়েবসাইট

NICL  Assistant Recruitment নির্বাচন পদ্ধতি ( এক্সাম প্যাটার্ন)

NICL Assistant Recruitment এর নির্বাচন পদ্ধতি সম্পর্কে জেনে নেওয়া যাক 

Prelims→ Mains→ Regional Language Test 

উপরে উল্লিখিত পদ্ধতির দ্বারা প্রার্থীদের নির্বাচন করা হবে। 

NICL Assistant Recruitment পরীক্ষার নম্বর বিভাজন

প্রথমে NICL Assistant Recruitment Prelims পরীক্ষার প্যাটার্নটি দেখে নেওয়া যাক-

বিষয়

নম্বর

সময়সীমা

ইংরেজি

৩০

২০ মিনিট

রিজনিং

৩৫

২০ মিনিট

কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড

৩০

২০ মিনিট

মোট নম্বর

১০০

মোট সময় ৬০ মিনিট

 NICL Assistant Recruitment Mains পরীক্ষার প্যাটার্নটি এখন দেখে নিই-

বিষয়

নম্বর

সময়সীমা

রিজনিং

৪০

৩০ মিনিট

ইংরেজি

৪০

৩০ মিনিট

নিউমেরিক্যাল এবিলিটি

৪০

৩০ মিনিট

জেনারেল অ্যাওয়ারনেস

৪০

১৫ মিনিট

কম্পিউটার নলেজ

৪০

১৫ মিনিট

মোট

২০০

মোট সময় ১২০ মিনিট

NICL Assistant Recruitment পরীক্ষার সিলেবাস 

NICL -এর ইংরেজি সিলেবাস সম্পর্কে অবগত হওয়া যাক 

  • Error Spotting
  • Reading Comprehension
  • Cloze Test
  • Synonyms & Antonyms
  • Para Jumbles
  • Sentence Correction
  • Fill in the Blanks

NICL -এর রিজনিং সিলেবাস সম্পর্কে জেনে নেওয়া যাক

  • Blood Relations
  • Puzzles & Seating Arrangement
  • Inequality
  • Coding-Decoding
  • Order and Ranking
  • Alphanumeric Series
  • Syllogism
  • Data Sufficiency
  • Direction Sense
  • Logical Reasoning
  • Input-Output

NICL -এর কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড ও নিউমেরিক্যাল এবিলিটির  সিলেবাসটি দেখা যাক

  • Quadratic Equations
  • Profit & Loss
  • Average
  • Ratio & Proportion
  • Simplification & Approximation
  • Number Series
  • Data Interpretation (Bar Graph, Pie Chart, Tabular)
  • Simple & Compound Interest
  • Time, Speed & Distance
  • Time & Work
  • Percentage
  • Mixture & Alligation

NICL -এর জেনারেল অ্যাওয়ারনেসের  সিলেবাসটি দেখে নিই 

  • Current Affairs (Last 6 Months)
  • National & International News
  • Banking & Insurance Awareness
  • Government Schemes & Policies
  • Static General Knowledge

NICL -এর কম্পিউটার নলেজ  সিলেবাসটির দিকে চোখ বুলিয়ে নেওয়া যাক 

  • Basic Computer Hardware & Software
  • Operating Systems
  • Microsoft Office (Word, Excel, PowerPoint)
  • Keyboard Shortcuts
  • Internet and Networking

২)  Union Bank Recruitment 2024

ইউনিয়ন ব্যাঙ্ক এলবিও পদের নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই ব্যাঙ্কটি অফিসার পদের জন্য ১৫০০ টি শূন্যপদ ঘোষণা করেছে।

অনলাইন ফর্ম ফিলাপ

শুরু- ২৪/১০/২০২৪

শেষ - ১৩/১১/২০২৪

শিক্ষাগত যোগ্যতা

যেকোনো বিষয়ে স্নাতক

মোট ভ্যাকেন্সি

১৫০০

বয়স সীমা

জেনারেল- ২০-৩০

OBC- ২০-৩৩

SC/ST- ২০-৩৫

অ্যাপ্লিকেশন ফি বা আবেদন মূল্য

জেনারেল/ OBC/EWS- ৮৫০

SC/ST/PWD- ১৭৫

মোড অফ এক্সাম

অনলাইন

 Union Bank Recruitment-এর পরীক্ষার নম্বর বিভাজন

বিষয়

প্রশ্নের সংখ্যা

নম্বর

সময়সীমা

রিজনিং এবং কম্পিউটার অ্যাপটিটিউড

৪৫

৬০

৬০ মিনিট

সাধারণ/অর্থনীতি/ব্যাংকিং সচেতনতা

৪০

৪০

৩৫ মিনিট

তথ্য বিশ্লেষণ এবং ব্যাখ্যা

৩৫

৬০

৪৫ মিনিট

ইংরেজি

৩৫

৪০

৪০ মিনিট

মোট

১৫৫

২০০

১৮০ মিনিট

চিঠি লেখা ও প্রবন্ধ

২৫

২৫ মিনিট 

Union Bank Recruitment-এর নির্বাচন প্রক্রিয়া ( এক্সাম প্যাটার্ন) 

অনলাইন টেস্ট→ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি→ ইন্টারভিউ

উক্ত পদ্ধতির মাধ্যমেই নির্বাচন প্রক্রিয়ার সম্পন্ন হবে। 

Union Bank Recruitment-এর পরীক্ষার সিলেবাস 

ইউনিয়ন ব্যাংক এলবিও পরীক্ষার সিলেবাসে অন্তর্ভুক্ত বিষয়গুলি হল- ইংরেজি, যুক্তি (রিজনিং) ও কম্পিউটার যোগ্যতা (কম্পিউটার অ্যাপটিটিউড), ডেটা বা তথ্য বিশ্লেষণ ও ব্যাখ্যা এবং সাধারণ/অর্থনীতি/ব্যাংকিং সচেতনতা। এখন দেখে নিন Union Bank LBO Recruitment সম্পূর্ণ সিলেবাসটি-

ইংরেজি

প্রথমে ইংরেজি সিলেবাস

  • Unseen Passages
  • Grammar
  • Comprehension
  • Synonyms
  • Error Correction
  • Sentence Rearrangement
  • One phrase substitutions
  • Sentence construction
  • Vocabulary
  • Antonyms
  • Shuffling of sentence elements
  • Fill in the Blanks
  • Idioms & Phrases

রিজনিং এবং কম্পিউটার অ্যাপটিটিউড

 এরপর রিজনিং এবং কম্পিউটার অ্যাপটিটিউড সিলেবাস 

  • Seating Arrangements
  • Scheduling
  • Verbal and Non-Verbal Reasoning
  • Double and Triple Lineups
  • Input/Output
  • Blood Relations
  • Ordering and Ranking
  • Syllogism
  • Directions and Displacement
  • Code Inequalities
  • Coding and Decoding
  • Alphanumeric Series
  • Computer Aptitude
  • Internet
  • Memory
  • Sufficiency of Arguments and Data
  • Computer-Related Terms Abbreviations
  • Keyboard Shortcuts
  • Computer Hardware and Software
  • Microsoft Office
  • Microsoft Office and Related Word Processing
  • Computer Fundamentals
  • Networking
  • Spreadsheet Applications
  • Microsoft Windows
  • Operating Systems and GUI Basics
  • Computer Network

তথ্য বিশ্লেষণ এবং ব্যাখ্যা (ডেটা অ্যানালাইসিস অ্যান্ড ইন্টারপ্রিটেশন) 

  • Line Graph
  • Tabular Graph
  • Bar Graph
  • Pie Chart
  • Probability
  • Data Sufficiency
  • Radar Graph Caselet
  • Permutation and Combination

সাধারণ/অর্থনীতি/ব্যাংকিং সচেতনতা ( জেনারেল/ ইকোনমিক/ ব্যাংকিং অ্যাওয়ারনেস) 

  • Current Affairs
  • Static Awareness
  • Banking & Financial Awareness

৩) Ordnance Factory Apprentice Recruitment- 2024

Ordnance Factory

ভারত সরকারের প্রতিরক্ষা দপ্তরের অন্তর্গত বিভিন্ন Ordanace Factory রয়েছে, যেখানে Trade Apprentice পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেটি Yantra India Limited-এর অধীন। Ordnance Factory Apprentice Recruitment সম্পর্কে বিস্তারিত জেনে নিন- 

অনলাইন ফর্ম ফিলাপ

শুরু- ২৪/১০/২০২৪

শেষ - ১৩/১১/২০২৪

মোট ভ্যাকেন্সি

৩৮৮৩

বয়সসীমা

১৮-৩৫

যোগ্যতা

ITI- মাধ্যমিকে ৫০% নম্বর সহ ট্রেড বিষয়ের ওপর ITI / NCVT এর সার্টিফিকেট থাকতে হবে।

NON ITI- মাধ্যমিকে ৫০% নম্বর এবং গণিত ও বিজ্ঞানে ৪০% নম্বর থাকতে হবে।

নির্বাচনের পদ্ধতি

মেধা ভিত্তিক

বেতন ( স্টাইপেন্ড )

NON ITI- ৬০০০

ITI- ৭০০০

ফর্ম ফিলাপ ফি

জেনারেল/ OBC- ২০০

SC/ST/ মহিলা/ অন্যান্য- ১০০

পশ্চিমবঙ্গে কোন কোন Ordnance Factory তে আলোচ্য পদে নিয়োগ হবে একঝলকে দেখে নিন-

Ordnance Factory-এর নাম

ভ্যাকেন্সির সংখ্যা 

Gun and Shell Factory, Cossipore

১২২

Ordnance Factory Dum Dum, Kolkata

৫২

Metal and Steel Factory Ishapore

২১১

৪) DAV Public School Recruitment 2025 

DAV-Public-School

DAV ওয়েস্ট বেঙ্গল জোন স্কুল সম্প্রতি নোটিফিকেশন প্রকাশ করেছে শিক্ষক এবং শিক্ষা সহায়তা কর্মী নিয়োগ করার জন্য। তবে আমরা নন টিচিং স্টাফ বা শিক্ষা সহায়তা কর্মী নিয়োগের পদগুলি নিয়েই আলোচনা করবো। নন টিচিং স্টাফ বা শিক্ষা সহায়তা কর্মীর কোন কোন পদ্গুলির জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দেখে নিন-

শূন্যপদের নাম  

  • LDC ( Accounts)
  • LDC ( Administration)
  • Front office Assistant/ Receptionist)
  • Lab Assist (Phy, Chem,Bio)
  • Lab Assist ( Computer)

এখন দেখে নিন আলোচ্য চাকরি সংক্রান্ত কিছু বিশদ তথ্যাবলি।

অনলাইন ফর্ম ফিলাপ

শুরু- ১৫/১০/২০২৪

শেষ- ৫/১১/২০২৪

বয়সসীমা

জেনারেল- ১৮-৩৫

OBC- ১৮-৩৮

SC/ST- ১৮-৪০

আবেদনের ফি

৫০০ টাকা (সকল ক্যাটাগরির জন্য) 

নির্বাচন পদ্ধতি

CBT→ Interview

পে স্কেল

কেন্দ্রীয় সরকারের অন্তর্গত স্কুলের নিয়মানুসারে  

শিক্ষাগত যোগ্যতা

শূন্যপদ গুলির প্রার্থীদের জন্য কী কী শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন দেখে নিন- 

LDC ( Accounts)

১ বছরের কর্ম অভিজ্ঞতার সঙ্গে M.com বা B.com ডিগ্রি এবং কম্পিউটারে দক্ষতা ( MS Office & Tally) থাকা আবশ্যক।

LDC ( Administration)

১ বছরের কর্ম অভিজ্ঞতার সঙ্গে M.com বা B.com ডিগ্রি এবং কম্পিউটারে দক্ষতা ( MS Office & Tally) থাকা আবশ্যক।

Front office Assistant/ Receptionist

যেকোনো বিষয়ে স্নাতক এবং কম্পিউটারে দক্ষতা থাকা আবশ্যক। 

Lab Assist (Phy,Chem,Bio)

বিজ্ঞানে স্নাতক এবং কম্পিউটারে জ্ঞান থাকা প্রয়োজন

Lab Assist ( Computer)

বিজ্ঞানে স্নাতক এবং কম্পিউটার সায়েন্স কিংবা BCA ডিগ্রি থাকা প্রয়োজন। 

৫) ONGC Apprentice Recruitment- 2024

Ongc

অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস (ONGC) সংস্থা ২২৩৬ গুলি শূন্য পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। চলুন এবার চোখ রাখা যাক এই সংস্থায় আবেদন করতে গেলে কী কী প্রয়োজন- 

অনলাইন ফর্ম ফিলাপ

শুরু- ৫/১০/২৪

শেষ- ১০/ ১১/২৪

মোট ভ্যাকেন্সি

২২৩৬

কলকাতায় ভ্যাকেন্সি

৩২

বয়সসীমা

১৮-২৪

নির্বাচন পদ্ধতি

মেধা ভিত্তিক

যোগ্যতার মানদণ্ড

এই সংস্থায় যুক্ত হতে প্রয়োজনীয় যোগ্যতার মানদণ্ড নিম্নে বর্ণিত হল- 

Library Assistant

মাধ্যমিক পাশ

Front Office Assistant

উচ্চমাধ্যমিক পাশ

Store Keeper (Petroleum Products)

স্নাতক

Secretarial Assistant

স্নাতক

Data Entry Operator

স্নাতক

Fire Safety Executive

স্নাতক

এছাড়াও আলোচ্য সংস্থাটিতে  ITI, ইঞ্জিয়ারিং, ডিপ্লোমা-র বিভিন্ন ট্রেড অনুযায়ী বেশ কিছু পদ রয়েছে। তবে এই সংস্থায়  Apprentice হিসেবে যুক্ত হওয়া যাবে ১২ মাসের জন্য। 

বেতন / স্টাইপেন্ড 

Graduate Apprentice: 9,000/-

Trade Apprentice  7,000/- to 8,050/-

Diploma Apprentice:  8,050/-

৬) UIICL Generalist Recruitment 2024

ভারত সরকারের মালিকাধীন একটি পাবলিক সেক্টর জেনারেল ইনস্যুরেন্স কোম্পানি হল ইউনাইটেড ইন্ডিয়া ইনস্যুরেন্স কোম্পানি। আলোচ্য সংস্থাটি ১৪ অক্টোবর কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আবেদন করার আগে কাজটির সম্পর্কে বিশদে অবগত হন – 

অনলাইন ফর্ম ফিলাপ

শুরু- ১৫/১০/২৪

শেষ- ৫/১১/২৪

মোট ভ্যাকেন্সি

১০০

বয়সসীমা

সকল ক্যাটাগরির জন্য ২১-৩০

আবেদনের ফি

UR/OBC/EWS- ১০০০

SC/ST/Others- ২৫০

শিক্ষাগত যোগ্যতা

স্নাতক স্তরে ৬০% নম্বর থাকা আবশ্যক

( SC/ST-দের জন্য ৫৫% নম্বর থাকতে হবে)

পে স্কেল

৫০,৯২৫-৯৬,৭৬৫

 UIICL Generalist পরীক্ষার প্যাটার্ন ও নম্বর বিভাজন

UIICL Generalist-এর পরীক্ষা হবে CBT মোডে। এর নির্বাচন পদ্ধতি বা এক্সাম প্যাটার্নটি হল- 

অনলাইন এক্সাম→ ডেসক্রিপটিভ টেস্ট → ইন্টারভিউ 

এখন দেখা যাক এই পরীক্ষার নম্বর বিভাজনের বিষয়টি জেনে নিন-

বিষয়

প্রশ্নের সংখ্যা

নম্বর

সময়সীমা

রিজনিং

৫০

৫০

৪০ মিনিট

জেনারেল অ্যাওয়ারনেস

৪০

৫০

২০ মিনিট

কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড

৪০

৫০

৩০ মিনিট

ইংরেজি

৬০

৬০

৪০ মিনিট

কম্পিউটার

২০

৪০

১৫ মিনিট

মোট

২০০

২৫০

১৫০ মিনিট

CBT পরীক্ষায় পাশ করলে ডেসক্রিপটিভ পরীক্ষা দিতে হবে। এই পরীক্ষাটি ইংরেজি ভাষায় ৩০ নম্বরে হয়ে থাকে। এই পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, তবে এই পরীক্ষার নম্বর যোগ হবে না। 

৭) NFL Recruitment 2024 

ন্যাশানাল ফার্টিলাইজার লিমিটেড থেকে বিভিন্ন পদে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিভিন্ন পদে নিয়োগ হলেও স্নাতক উত্তীর্ণ প্রার্থীরা শুধুমাত্র স্টোর অ্যাসিস্টেন্ট (Store Assistant) হিসেবে আবেদন করতে পারবে। দেখা যাক কোন কোন ইউনিটে কতগুলি ভ্যাকেন্সি রয়েছে। 

Nangal Unit

5

Bathinda Unit

4

Panipat Unit

2

Vijapur Unit

8

আলোচ্য পরীক্ষাটি সম্পর্কে বিস্তারিত কিছু তথ্য জেনে নেওয়া যাক 

অনলাইন ফর্ম ফিলাপ

শুরু- ৯/১০/২৪

শেষ- ৮/১১/২৪

ফর্ম কারেকশনের তারিখ

১০/১১/২৪ থেকে ১১/১১/২৪

বয়সসীমা

১৮-৩০

আবেদনের ফি

২০০

শিক্ষাগত যোগ্যতা

৫০% নম্বর নিয়ে যেকোনো বিষয়ে স্নাতক (৪৫% নম্বর SC/ST/Others)

নির্বাচন প্রক্রিয়া

অফলাইনে, OMR শিটে পরীক্ষা হবে

৮) ITBP Driver Recruitment 2024

ITBP

ইন্দো টিবেটিয়ান বর্ডার পুলিশ ফোর্স-এ ড্রাইভার কনস্টেবল পদে কর্মী নিয়োগ করতে চলেছে খুব শীঘ্রই। এই চাকরিটিতে আবেদনের ক্ষেত্রে কারা যোগ্য তা দেখে নিন- 

অনলাইন ফর্ম ফিলাপ

শুরু- ০৮/১০/২০২৪

শেষ- ০৬/১১/২০২৪

বয়সসীমা

জেনারেল- ২৭

OBC- ৩০

SC/ST- ৩২

আবেদনের ফি

SC/ST দের জন্য কোনোরকম ফি দিতে হবে না। বাকিদের জন্য আবেদন মুল্য/ফি ১০০ টাকা

শিক্ষাগত যোগ্যতা

মাধ্যমিক পাশ এবং হেভি ভেইকেল ড্রাইভিং লাইসেন্স। 

মোট ভ্যাকেন্সি

৫৪৫ (শুধুমাত্র পুরুষরাই আবেদন করতে পারবে) 

পে স্কেল

২১,৭০০ থেকে ৬৯,১০০ 

৯) NIA ( National Institute of Ayurveda) 

NIA

ন্যাশানাল ইনস্টিটিউট অফ আয়ুর্বেদ বিভিন্ন পদের জন্য প্রার্থী নিয়োগ করতে চলেছে। নানা ধরনের পদের জন্য প্রার্থী নিয়োগ করা হলেও আমরা MTS পদ নিয়েই আলোচনা করবো। জেনে নিন এই চাকরির সম্পর্কে কিছু তথ্য- 

অনলাইন ফর্ম ফিলাপ

শুরু- ২৯/১০/২৪

শেষ- ০৪/১২/২৪

বয়সসীমা

জেনারেল- ১৮-২৫

OBC- ১৮-২৭

SC/ST- ১৮-৩০

আবেদনের ফি

জেনারেল, OBC- ২০০০

SC/ST/EWS- ১৮০০

শিক্ষাগত যোগ্যতা

মাধ্যমিক পাশ

পে স্কেল 

৩০,০০০ - ৩৩,০০০ 

নির্বাচন পদ্ধতি

Prelims→ Mains→ Interview

১০) ITBPF Recruitment 2024

ITBPF কিছু পদে কর্মী নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সেই নোটিফিকেশনে সাব- ইন্সপেক্টর, হেড কনস্টেবল, কনস্টেবল পদের উল্লেখ করা হয়েছে। এখন সবিস্তারে বুঝে নিন এই পদে কাজ করতে গেলে কী কী প্রয়োজন- 

সবার আগে জেনে নিন এই পরীক্ষার ফর্ম ফিলাপ কবে থেকে শুরু হচ্ছে আর কতদিন পর্যন্ত সেটি করা যাবে- 

অনলাইন ফর্ম ফিলাপ

শুরু- ১৫/১১/২৪

শেষ- ১৪/১২/২৪

যোগ্যতা 

প্রথমে দেখে নিন SI ( Telecommunication) পদের কিরকম যোগ্যতা দরকার

বিষয়

পুরুষ

মহিলা

বয়স

২০-২৫

২০-২৫

ফি

২০০

২০০

ভ্যাকেন্সি

৭৮

১৪

পে স্কেল

৩৫,৪০০-১,১২,৪০০

৩৫,৪০০-১,১২,৪০০

শিক্ষাগত যোগ্যতা

B.Tech ডিগ্রি 

B.Tech ডিগ্রি 

             নির্বাচন পদ্ধতি

Phase 1→ Phase 2

Phase 1→ Phase 2

এরপর দেখুন Head Constable (Telecommunication) পদের জন্য কিরকম যোগ্যতা দরকার

বিষয়

পুরুষ

মহিলা

বয়স

১৮-২৫

১৮-২৫

ভ্যাকেন্সি

৩২৫

৫৮

ফি

১০০

১০০

পে স্কেল

২৫,০০০-৮১,১০০

২৫,০০০-৮১,১০০

শিক্ষাগত যোগ্যতা

পিয়র সাইন্সে উচ্চমাধ্যমিক পাশ 

বা 

মাধ্যমিক পাশ সেইসঙ্গে দুবছরের ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং 

বা 

মাধ্যমিক পাশ সেইসঙ্গে তিন বছরের ডিপ্লোমা 

পিয়র সাইন্সে উচ্চমাধ্যমিক পাশ 

বা 

মাধ্যমিক পাশ সেইসঙ্গে দুবছরের ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং 

বা 

মাধ্যমিক পাশ সেইসঙ্গে তিন বছরের ডিপ্লোমা 

নির্বাচন পদ্ধতি

Phase 1→ Phase 2

Phase 1→ Phase 2

এখন দেখে নিন Constable (Telecommunication) পদের জন্য কিরকম যোগ্যতা দরকার

বিষয়

পুরুষ

মহিলা

বয়স

১৮-২৩

১৮-২৩

ভ্যাকেন্সি

৪৪

০৭

ফি

১০০

১০০

পে স্কেল

২১,৭০০-৬৯,১০০

২১,৭০০-৬৯,১০০

শিক্ষাগত যোগ্যতা

মাধ্যমিক পাশ

মাধ্যমিক পাশ

নির্বাচন পদ্ধতি

Phase 1→ Phase 2

Phase 1→ Phase 2

 ITBPF পরীক্ষার নম্বর বিভাজন 

Head Constable

জেনারেল ইংরেজি

১০

জেনারেল হিন্দি

১০

জেনারেল অ্যাওয়ারনেস

১৫

রিজনিং এবিলিটি

১৫

ফিজিক্স

২০

কেমিস্ট্রি

১০

গণিত

২০

মোট

১০০

সময়সীমা ২ঘন্টা

Constable

জেনারেল ইংরেজি

১৫

জেনারেল হিন্দি

১৫

জেনারেল অ্যাওয়ারনেস

২০

রিজনিং এবিলিটি

২০

কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড

৩০

মোট

১০০

সময়সীমা ২ ঘন্টা

যুদ্ধের ময়দানে লড়াই খুব কঠিন ঠিকই কিন্তু জয়লাভ করা অসম্ভব না। তাই নিজের স্বপ্নপূরণের জন্য প্রস্তুতি শুরু করো আজ থেকেই।

 

Leave a Comment