MP TET-এর পরীক্ষা কবে হবে, পরীক্ষার ক্ষেত্রে নতুন কিছু কি যুক্ত হয়েছে, জেনে নিন বিস্তারিত
মধ্যপ্রদেশ সরকার কর্তৃক পরিচালিত প্রাইমারি বিদ্যালয়ে শিক্ষক/ শিক্ষিকা নিয়োগের জন্য TET পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ২৭/০৯/২০২৪ তারিখে। প্রায় প্রতি বছরই মধ্যপ্রদেশ টেট অনুষ্ঠিত হয়ে থাকে। প্রাইমারি অর্থাৎ ক্লাস 1-5 এর জন্য এই নিয়োগ পরীক্ষাটি হয়ে থাকে। শুধুমাত্র মধ্যপ্রদেশ থেকেই নয় অন্যান্য রাজ্যের পরীক্ষার্থীরাও এই পরীক্ষায় বসতে পারে। তবে অন্য রাজ্যের পরীক্ষার্থীদের জন্য কোনো Reservation এর ব্যবস্থা থাকবে না। সকলেই Unreserved হিসেবে গণ্য হবে। MP TET Varg 3 (Varg-1 মানে PGT, Varg-2 মানে TGT, Varg- 3 মানে PRT) দিয়ে পাশ করলে মিলবে মধ্যপ্রদেশ রাজ্যে শিক্ষকতা করার সুযোগ। CTET থাকলে কিন্তু এই রাজ্যে শিক্ষকতা করা যাবে না, মধ্যপ্রদেশে শিক্ষকতা করার স্বপ্ন থাকলে এই MP TET পরীক্ষাটিতে অবশ্যই উত্তীর্ণ হতে হবে।
গুরুত্বপূর্ণ তারিখ ( Important Dates)
এক ঝলকে দেখে রাখা যাক এই পরীক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু তারিখের দিকে –
বিষয় | তারিখ |
বিজ্ঞপ্তির প্রকাশ | ২৭.০৯. ২০২৪ |
অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে | ১.১০.২০২৪ |
অনলাইন অ্যাপ্লিকেশন শেষ হচ্ছে | ১৫.১০.২০২৪ |
সংশোধনের তারিখ ( Correction Date) | ১.১০.২০২৪ |
পরীক্ষার তারিখ | ১০.১১.২০২৪ |
যোগ্যতা (Eligibility Criteria)
বিস্তারিতভাবে এবার আলোচনা করা যাক কারা কারা এই পরীক্ষায় বসতে পারবে –
শিক্ষাগত যোগ্যতা- এই পরীক্ষায় বসতে গেলে উচ্চমাধ্যমিকে ৫০% নম্বর প্রাপ্ত হতে হবে। সেই সঙ্গে থাকতে হবে দুবছরের D.El.Ed ডিগ্রি। যদি কারোর D.El.Ed এর ফার্স্ট ইয়ার কমপ্লিট হয়ে গিয়ে থাকে সেক্ষেত্রে সেও এই পরীক্ষায় বসতে পারবে। কিন্তু যাদের B.Ed ডিগ্রি রয়েছে তারা এই পরীক্ষাটিতে বসতে পারবে না।
বয়সসীমা- আলোচ্য পরীক্ষাটির ক্ষেত্রে বয়সের কোনো ঊর্ধ্বসীমা নেই। তবে এখানে আবেদন করতে গেলে নূন্যতম বয়স ২১ বছর হতে হবে। অর্থাৎ ২১ বছরের নিচে কেউ কিন্তু এই পরীক্ষায় বসতে পারবে না।
পরীক্ষার প্যাটার্ন ও নম্বর বিভাজন (Exam Pattern & Number Distribution)
মধ্যপ্রদেশ টেট পরীক্ষাটির পরীক্ষার প্যাটার্ন ও নম্বর বিভাজন সেই সংক্রান্ত বিষয়ে এবার নজর দিই-
বিষয় | প্রশ্নের সংখ্যা | নম্বর |
চাইল্ড ডেভলপমেন্ট এবং পেডাগজি (Child development and Pedagogy) | ৩০ | ৩০ |
ভাষা ১ / Language 1 ( হিন্দি) | ৩০ | ৩০ |
ভাষা ২ / Language 2 (ইংরাজি/ হিন্দি/ সংস্কৃত/ ঊর্দু) | ৩০ | ৩০ |
গণিত ( Math) | ৩০ | ৩০ |
পরিবেশ বিদ্যা (EVS) | ৩০ | ৩০ |
মোট | ১৫০ | ১৫০ |
সময়সীমা– মধ্যপ্রদেশ টেট পরীক্ষার সময়সীমা- ২ ঘণ্টা ৩০ মিনিট
সিলেবাস (Syllabus)
এখন বিস্তারিত আলোচনা যাক MP TET এর সিলেবাস নিয়ে-
চাইল্ড ডেভেলপমেন্ট এবং পেডাগজি
শিশু বিকাশ –
- বিকাশের ধারণা এবং শেখার সাথে এর সম্পর্ক
- বংশগতি এবং পরিবেশের প্রভাব
- শিশুদের বিকাশের মূলনীতি
- পিয়াজে, কোহলবার্গ এবং ভাইগটস্কি: নির্মাণ এবং সমালোচনামূলক দৃষ্টিকোণ
- শিশুকেন্দ্রিক এবং প্রগতিশীল শিক্ষার ধারণা
- সামাজিকীকরণ প্রক্রিয়া: সামাজিক বিশ্ব এবং শিশু (শিক্ষক, পিতামাতা, সহকর্মী)
- বুদ্ধিমত্তার গঠনের সমালোচনামূলক দৃষ্টিকোণ
- বহুমাত্রিক বুদ্ধিমত্তা
- শিক্ষার্থীদের মধ্যে স্বতন্ত্র পার্থক্য
- ভাষা-বর্ণ-লিঙ্গ সম্প্রদায়, ধর্ম ইত্যাদির বৈচিত্র্যের উপর ভিত্তি করে পার্থক্য
- ভাষা ও চিন্তাধারা সামাজিক গঠন হিসেবে লিঙ্গ; লিঙ্গ-পক্ষপাত এবং শিক্ষাগত অনুশীলন
- স্কুল-ভিত্তিক মূল্যায়ন, ক্রমাগত এবং ব্যাপক মূল্যায়ন: দৃষ্টিকোণ এবং অনুশীলন, শিক্ষার্থীদের প্রস্তুতির মাত্রা মূল্যায়নের জন্য উপযুক্ত প্রশ্ন প্রণয়ন করা
- শ্রেণীকক্ষে শেখার এবং সমালোচনামূলক চিন্তাভাবনা বৃদ্ধি করা এবং শিক্ষার্থীদের কৃতিত্বের মূল্যায়নের জন্য ইত্যাদির ভিত্তিতে প্রশ্ন।
অন্তর্ভুক্তিমূলক শিক্ষার ধারণা এবং বিশেষ প্রয়োজনযুক্ত শিশুদের বোঝা –
- শেখার অসুবিধা, ‘বৈকল্য’ ইত্যাদির সাথে শিশুদের চাহিদার সমাধান করা
- সুবিধাবঞ্চিত এবং বঞ্চিত সহ বিভিন্ন ব্যাকগ্রাউন্ড থেকে শিক্ষার্থীদের সম্বোধন করা
- প্রতিভাবান, সৃজনশীল, বিশেষভাবে সক্ষম শিক্ষার্থীদের সম্বোধন করা ইত্যাদি বিষয়ক প্রশ্ন।
শিক্ষা এবং শিক্ষাবিদ্যা –
- শিশুরা কীভাবে চিন্তা করে এবং শেখে;
- শিক্ষণ এবং শেখার মৌলিক প্রক্রিয়া
- শিশুদের শেখার কৌশল; একটি সামাজিক কার্যকলাপ হিসাবে শেখা; শেখার সামাজিক প্রেক্ষাপট, সমস্যা সমাধানকারী এবং ‘বৈজ্ঞানিক তদন্তকারী’ হিসেবে শিশু, তাদের মধ্যে শেখার বিকল্প ধারণা, শেখার প্রক্রিয়ার গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে শিশুদের ‘ত্রুটি’ বোঝা, জ্ঞান এবং আবেগ, অনুপ্রেরণা এবং শেখা
- কিভাবে এবং কেন শিশুরা স্কুল পারফরম্যান্সে সাফল্য অর্জন করতে ব্যর্থ হয়
- শেখার ক্ষেত্রে অবদান রাখার কারণগুলি – ব্যক্তিগত এবং পরিবেশগত ইত্যাদি ভিত্তিক প্রশ্ন।
গণিত
বিষয়বস্তু –
- যোগ এবং বিয়োগ
- গুণ
- বিভাগ
- পরিমাপ
- ওজন
- সময়
- জ্যামিতি
- আকার এবং স্থানিক বোঝাপড়া
- আমাদের চারপাশের কঠিন পদার্থ সংখ্যা
- আয়তন
- ডেটা হ্যান্ডলিং
- নিদর্শন
- টাকা ইত্যাদি ভিত্তিক প্রশ্ন
শিক্ষাগত সমস্যা –
- গণিতের ভাষা
- সম্প্রদায় গণিত
- আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক পদ্ধতির মাধ্যমে মূল্যায়ন
- শিক্ষাদানের সমস্যা
- গণিত/যৌক্তিক চিন্তার প্রকৃতি
- বাচ্চাদের চিন্তাভাবনা এবং যুক্তির ধরণ এবং অর্থ তৈরির এবং শেখার কৌশলগুলি বোঝা
- কারিকুলামে গণিতের স্থান
- ত্রুটি বিশ্লেষণ এবং শেখার এবং শিক্ষণ সম্পর্কিত দিক
- ডায়গনিস্টিক এবং প্রতিকারমূলক শিক্ষা প্রভৃতি সংক্রান্ত প্রশ্ন
এনভায়রনমেন্টাল স্টাডিজ
বিষয়বস্তু –
- খাদ্য
- আশ্রয়
- জল
- ভ্রমণ
- পরিবার এবং বন্ধুরা: সম্পর্ক, কাজ এবং খেলা, প্রাণী, গাছপালা
- আমরা যা যা করি
শিক্ষাগত সমস্যা –
- ধারণা এবং EVS এর সুযোগ
- EVS-এর তাৎপর্য এবং ইন্টিগ্রেটেড ইভিএস
- কার্যক্রম
- পরীক্ষামূলক/ব্যবহারিক কাজ
- এনভায়রনমেন্টাল স্টাডিজ এবং এনভায়রনমেন্টাল এডুকেশন
- সমস্যা
- শিক্ষার মূলনীতি
- বিজ্ঞান ও সামাজিক বিজ্ঞানের সুযোগ ও সম্পর্ক
- ধারণা উপস্থাপনের পদ্ধতি
- আলোচনা
- CCE
- শিক্ষণীয় উপাদান/এইডস
ভাষা ১
ভাষা ১ এর ক্ষেত্রে হিন্দি আবশ্যিক। অর্থাৎ ভাষা ১ পরীক্ষাটি পুরোপুরি হিন্দি ভাষাতেই হয়ে থাকে।
ভাষার বোধগম্যতা –
- দুটি অদেখা গদ্য প্যাসেজ (আলোচনামূলক বা সাহিত্যিক বা বর্ণনামূলক বা বৈজ্ঞানিক)
- বোধগম্যতা, ব্যাকরণ এবং মৌখিক ক্ষমতার উপর প্রশ্ন।
ভাষা উন্নয়নের শিক্ষাবিদ্যা –
- শোনার এবং বলার ভূমিকা; ভাষার কার্যকারিতা এবং কীভাবে শিশুরা এটিকে একটি হাতিয়ার হিসেবে ব্যবহার করে, মৌখিক এবং লিখিত আকারে ধারণা যোগাযোগের জন্য একটি ভাষা শেখার ক্ষেত্রে ব্যাকরণের ভূমিকা সম্পর্কে সমালোচনামূলক দৃষ্টিকোণ
- শেখা এবং অধিগ্রহণ ভাষা শিক্ষার মূলনীতি
- শিক্ষাদান – শেখার উপকরণ: পাঠ্যপুস্তক, মাল্টি-মিডিয়া উপকরণ, শ্রেণীকক্ষের বহুভাষিক সম্পদ
- একটি বৈচিত্র্যময় শ্রেণীকক্ষে ভাষা শেখানোর চ্যালেঞ্জ
- ভাষার দক্ষতা, ভাষা বোধগম্যতা এবং দক্ষতা মূল্যায়ন: কথা বলা, শোনা, পড়া এবং লেখা
- ভাষার অসুবিধা, ত্রুটি এবং ব্যাধি
- প্রতিকারমূলক শিক্ষা প্রভৃতি বিষয়ক প্রশ্ন।
ভাষা ২
ভাষা ২ এর সিলেবাসও ভাষা ১-এর মতোই তবে এই পেপারের ক্ষেত্রে চারটি ভাষার মধ্যে যেকোনো একটি ভাষাতে পরীক্ষা দেওয়া যেতে পারে। তবে উল্লিখিত চারটি ভাষা অর্থাৎ ইংরাজি/ হিন্দি/ সংস্কৃত/ ঊর্দু এর বাইরে আর কোনো ভাষায় পরীক্ষা দেওয়া যাবে না।
পরীক্ষার পদ্ধতি
- ১০/১১/২৪ তারিখ পরীক্ষা হবে।
- অনলাইনে CBT মোডে পরীক্ষাটি হবে।
- দুটি শিফটে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে
শিফট ১ | সকাল ৯ টা — ১১.৩০টা পর্যন্ত |
শিফট ২ | দুপুর ২.৩০টা — ৫টা পর্যন্ত |
- MCQ টাইপ প্রশ্ন হবে।
- প্রত্যেক বিভাগে অর্থাৎ CDP ছাড়াও যে যে বিষয়গুলি আছে তাতে ১৫ নম্বর করে পেডাগজি সংক্রান্ত প্রশ্ন থাকবে।
- নেগেটিভ মার্কিং নেই।
- অন্য রাজ্যের পরীক্ষার্থীরা ৬০% অর্থাৎ ৯০ নম্বর পেলে টেট পরীক্ষাটিতে উত্তীর্ণ হবে।
- একবার এই মধ্যপ্রদেশ টেট পরীক্ষায় পাশ করলে তার সার্টিফিকেটটি সারাজীবন বৈধ থাকবে।
- অন্য রাজ্যের পরীক্ষার্থীদের জেনারেল ক্যাটাগরি হিসেবেই পরীক্ষা দিতে হবে।
MP TET সংক্রান্ত আরও কিছু তথ্য
- বিগত বছর গুলিতে শুধুমাত্র TET পরীক্ষায় পাশ করলেই প্রাথমিক বিদ্যালয় নিয়োগ পাওয়া যেত। কিন্তু এই বছর অর্থাৎ MP TET Varg-3 (Varg-1 মানে PGT, Varg-2 মানে TGT, Varg- 3 মানে PRT) তে TET পাশ করার পর PRT পরীক্ষা দিতে হবে। সেই টেস্ট-এ উত্তীর্ণ হলে তবেই বিদ্যালয়ের চকরি মিলবে।
- প্রার্থীদের ফর্ম ফিলাপের আগে MP ROJGAR Portal-এ নাম নথিভুক্ত করতে হবে।
- এখনও পর্যন্ত মধ্যপ্রদেশে CTET বৈধ নয়।
আবেদন মূল্য (Form fillup fees)
MP নিবাসী জেনারেল/ SC/ ST/ OBC/ PWD | ২৫০/- |
অন্য রাজ্যের পরীক্ষার্থী | ৫০০/- |
Correction fees | ২০/- ( MP রাজ্যের প্রার্থীদের জন্য) |
Correction fees | ৪০/- ( অন্য রাজ্যের প্রার্থীদের জন্য) |
আবেদন পদ্ধতি (Application Process)
MP TET-এর ক্ষেত্রে আবেদন পদ্ধতি নিম্নে উল্লিখিত হল-
Step 1: www.esbmp.gov.in
Step 2: Registration
Step 3: Application
Step 4: Upload Document
Step 5: Fees payment
Step 6: Print out the application
MP ROJGAR-এ আবেদন পদ্ধতি
Step 1: www.mprojgar.gov.in
Step 2: Registration
Step 3: Application
Step 4: Submit
FAQs
১) MP TET পরীক্ষার ক্ষেত্রে কী কী যোগ্যতার প্রয়োজন?
MP TET পরীক্ষায় বসতে গেলে উচ্চমাধ্যমিকে ৫০% নম্বর প্রাপ্ত হতে হবে, সেই সঙ্গে দুবছরের D.El.Ed ডিগ্রি থাকতে হবে। যদি কারোর D.El.Ed এর ফার্স্ট ইয়ার কমপ্লিট হয়ে গিয়ে থাকে সেক্ষেত্রে সেও এই পরীক্ষায় বসতে পারবে। কিন্তু যাদের B.Ed ডিগ্রি রয়েছে তারা এই পরীক্ষাটিতে বসতে পারবে না। এছাড়া বয়সের কোনো ঊর্ধ্বসীমা নেই। তবে এখানে আবেদন করতে গেলে নূন্যতম বয়স ২১ বছর হতে হবে।
২) অন্য রাজ্যের বাসিন্দারা কি এই পরীক্ষা দিতে পারে?
অবশ্যই দিতে পারে। সেক্ষেত্রে তারা যে ক্যাটাগরির অন্তর্ভুক্তই হোক না কেন মধ্যপ্রদেশে জেনারেল ক্যাটাগরি হিসেবেই পরীক্ষা দিতে হবে।
৩) CTET পাশ করলেও কি MP TET পরীক্ষা দিতে হবে?
হ্যাঁ। কারণ এখনও পর্যন্ত মধ্যপ্রদেশে CTET বৈধ নয়। তাই যদি মধ্যপ্রদেশে চাকরি করার ইচ্ছা থাকে তাহলে MP TET পরীক্ষাটি অবশ্যই দিতে হবে।
৪) এই বছরের MP TET এর ক্ষেত্রে নতুন নিয়ম কি হয়েছে?
আগে শুধুমাত্র পরীক্ষা দিয়ে পাশ করলেই মধ্যপ্রদেশের প্রাথমিক বিদ্যালয়ে চাকরি পাওয়া যেত। কিন্তু এবছর থেকে MP TET Varg-3 পরীক্ষাটিও দিতে হবে। সেই পরীক্ষাটিতে পাশ করলে তবেই মধ্যপ্রদেশের প্রাথমিক বিদ্যালয়গুলিতে চাকরি পাওয়া যাবে।