আবুধাবিতে জমজমাট ২৪ তম আইফা (IIFA) পুরস্কার অনুষ্ঠান। ২৭-২৯ সেপ্টেম্বর ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম অ্যাকাডেমি (IIFA)-এর অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন বলিউডের তাবড় তাবড় তারকারা। প্রতিবারের ধারা অক্ষুণ্ণ রেখে এবারেও নাচে-গানে তারকাদের অনবদ্য পারফরমেন্সে এবং কিং খান ( শাহরুখ খান), ভিকি কৌশল ও করণ জোহারের মনমাতানো সঞ্চালনায় জমকালো উৎসবের আমেজ তৈরি হয়েছিল সেখানে।
IIFA সম্পর্কে কিছু কথা
ভারতীয় হিন্দি চলচ্চিত্র (বলিউড)-এ শিল্পী ও কলাকুশলীদের অসামান্য অবদানের জন্য বার্ষিক ভাবে এই সম্মাননা প্রদান করা হয়ে থাকে। প্রতিবারের অনুষ্ঠানে পূর্ববর্তী বছরের চলচ্চিত্রের জন্য পুরস্কার প্রদান করা হয়, বলিউডের নক্ষত্রদের।
- ২০০০ সাল থেকে এই সম্মাননা অনুষ্ঠানটি (IIFA) শুরু হয়েছিল।
- প্রথম বছরে আইফা (IIFA) পুরস্কার উৎসবটি অনুষ্ঠিত হয়েছিল যুক্তরাস্ট্রের লন্ডনের মিলিনিয়াম ডোমে।
- ভারতীয় বলিউডের সফলতম এই উৎসব অনুষ্ঠিত হয় পৃথিবীর বিভিন্ন দেশ।
IIFA অনুষ্ঠানের কিছু বিশেষ তথ্য
- ২০০০ সাল থেকে এই পুরস্কারের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন অমিতাভ বচ্চন।
- প্রথম বছর অনুষ্ঠানের সঞ্চালকের ভূমিকায় ছিলেন যুক্তা মুখিয়ে ও অনুপম খের।
- ২০০৯ সালের পর পাঁচটি বিশেষ ক্যাটাগরি এই অ্যাওয়ার্ড অনুষ্ঠানে যুক্ত হয়েছিল দশকের শ্রেষ্ঠ স্টার (পুরুষ), দশকের শ্রেষ্ঠ স্টার (মহিলা), দশকের শ্রেষ্ঠ পরিচালক, দশকের শ্রেষ্ঠ সঙ্গীত ও দশকের শ্রেষ্ঠ চলচ্চিত্র।
- এই অনুষ্ঠানে প্রথম পুরস্কার পেয়েছিল ‘হাম দিল দে চুকে সনম’ চলচ্চিত্রটি।
- একক চলচ্চিত্রের জন্য সর্বাধিক পুরস্কার পেয়েছে দেবদাস, থ্রি ইডিয়টস প্রভৃতি সিনেমা।
- পরিচালনার জন্য সর্বাধিক পুরস্কার পেয়েছেন সঞ্জয় লীলা ভন্সালী।
- শ্রেষ্ঠ সংগীত পরিচালক হিসেবে পুরস্কার পেয়ে আমাদের গর্বিত করেছেন এ আর রহমান।
আইফা অ্যাওয়ার্ড ২০২৪ (IIFA 2024)
- আইফা অ্যাওয়ার্ড ২০২৪ এই নিয়ে তিন বছর ধরে আবুধাবিতে অনুষ্ঠিত হচ্ছে।
- এই অনুষ্ঠানে তিনজন সঞ্চালক হলেন মধ্যে শাহরুখ খান, করণ জোহার ও ভিকি কৌশল।
- আবুধাবির আইকনিক ইয়াস দ্বীপে প্রথম দিনের অনুষ্ঠান শুরু হয় IIFA উৎসবম-এর মাধ্যমে। দক্ষিণ ভারতের চারটি (তামিল, তেলেগু, মালায়লাম, কানাডা) উজ্জ্বল ফিল্ম ইন্ডাস্ট্রির সেলিব্রেশন উদ্যাপিত হয়েছিল।
- অনুষ্ঠানের দ্বিতীয় দিন ২৮ সেপ্টেম্বর IIFA অ্যাওয়ার্ড শো-টি হয়েছিল।
- ২৯ সেপ্টেম্বর IIFA রকসের মাধ্যমে এই তিনদিন ব্যাপী অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
এবার দেখে নেওয়া যাক এবছরে সেরার সেরা শিরোপা কারা কারা পেয়েছেন—
ক্যাটাগরি | সিনেমা | বিজয়ী তারকা |
সেরা ছবি (Best Picture) | অ্যানিম্যাল (Animal) | ভূষণ কুমার, কৃষ্ণ কুমার, প্রনয় রেড্ডি ভাঙ্গা |
সেরা পরিচালক (Best Director) | 12th Fail (অ্যাডাপ্টেড) | বিধু বিনোদ চোপড়া |
সেরা অভিনেতা (পুরুষ) (Best Actor – Male) | জওয়ান (Jawan) | শাহরুখ খান |
সেরা অভিনেত্রী (মহিলা) (Best Actress – Female) | মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে (Mrs. Chatterjee vs Norway) | রানি মুখার্জি |
সেরা সহকারী অভিনেতা (পুরুষ) (Best Supporting Actor – Male) | অ্যানিম্যাল (Animal) | অনিল কাপুর |
সেরা সহকারী অভিনেত্রী (মহিলা) (Best Supporting Actress – Female) | রকি আওর রানি কি প্রেম কাহানি (Rocky Aur Rani Kii Prem Kahaani) | শাবানা আজমী |
সেরা খল নায়ক পারফরম্যান্স (Best Performance in a Negative Role) | অ্যানিম্যাল (Animal) | ববি দেওল |
সেরা সঙ্গীত পরিচালনা (Best Music Direction) | অ্যানিম্যাল (Animal) | প্রীতম সহ বিভিন্ন শিল্পী |
সেরা প্লেব্যাক গায়ক (পুরুষ) (Best Playback Singer – Male | অ্যানিম্যাল (Animal) | অরিজিত সিং |
সেরা প্লেব্যাক গায়িকা (মহিলা) (Best Playback Singer – Female) | চালেয়া (Chaleya) (জওয়ান Jawan) | শিল্পা রাও |
সেরা গল্প (Best Story) | রকি আওর রানি কি প্রেম কাহানি (Rocky Aur Rani Kii Prem Kahaani | ইশিতা মৈত্র, শশাঙ্ক খৈতান, সুমিত রায় |
সেরা লিরিকস (Best Lyrics) | সাতরঙ্গা (Satranga) (এনিম্যাল) (Animal) | সিদ্ধার্থ সিং, গারিমা ওহাল |
সেরা গল্প (অ্যাডাপ্টেড) (Best Story – Adapted) | 12th Fail | বিধু বিনোদ চোপড়া, আয়ুষ সকসেনা, বিকাশ দিব্যকির্তি, জাস্কুনওয়ার কোহলি |
সেরা মিক্সিং ( Best Mixing) | জওয়ান (Jawan) | সম্পথ আলওয়ার, মার্তি হামফ্রে রব মার্শাল, ক্রিস জেকবসন |
সেরা কোরিওগ্রাফি ( Best Choreography) | পাঠান ( Pathaan) | বস্কো-সিজার |
সেরা সম্পাদনা ( Best Editing) | অ্যানিম্যাল (Animal) | সন্দীপ রেড্ডি ভাঙ্গা |
- আউটস্ট্যান্ডিং অ্যাচিভমেন্ট ইন ইন্ডিয়ান সিনেমা (Outstanding Achievement in Indian Cinema)- হেমা মালিনী
- বছরের নতুন প্রতিভা (Debutant of the Year)- আলিজেহ অগ্নিহোত্রী
- ফিল্ম ইন্ডাস্ট্রিতে ২৫ বছর অতিক্রান্ত- করণ জোহার
প্রযুক্তি বিষয়ে সেরারা হলেন
- সেরা সিনেমাটোগ্রাফি – জি কে বিষ্ণু (জওয়ান সিনেমার জন্য)
- সেরা সাউন্ড ডিজাইনার – সচিন সুধাকরণ, হরিহরণ এম (অ্যানিম্যাল সিনেমার জন্য)
- সেরা স্পেশাল এফেক্টস (ভিস্যুয়াল) – রেড চিলিস ভিএফএক্স (জওয়ান সিনেমার জন্য)
আলোচ্য অনুষ্ঠানে শাহরুখ খানের হাতে সেরা অভিনেতার পুরস্কারটি তুলে দেন তাঁর ‘দিল সে’ ছবির পরিচালক মণিরত্নম ও সঙ্গীত গুরু এ আর রহমান ৷ অ্যাওয়ার্ড নেওয়ার সময় কিং খান মণিরত্নমের পা ছুঁয়ে প্রণাম করেন।
- ফিল্ম ইন্ডাস্ট্রিতে ২৫ বছর অতিক্রান্ত হওয়ার দরুণ করণ জোহারকে বিশেষভাবে সম্মাননা জ্ঞাপন করা হয়।
- উল্লেখযোগ্য বিষয় হচ্ছে আইফা ২০২৪-এর সম্মাননা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাঙালি অভিনেতা টোটা রায়চৌধুরী।
- ‘রকি অউর রানি’ ছবিতে অভিনয়ের জন্য টোটা রায়চৌধুরী সেরা সহ-অভিনেতা হিসেবে মনোনীত হয়েছিলেন।
বলিউড ছাড়াও এই অনুষ্ঠানে ( IIFA 2024) দক্ষিণ ভারতের চারটি উজ্জ্বল ফিল্ম ইন্ডাস্ট্রি (তামিল, তেলেগু, মালায়লাম, কানাডা)-র কয়েকটি সিনেমাও পুরস্কৃত হয়েছে।
তামিল ফিল্ম ইন্ডাস্ট্রি
তামিল ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে সেরার মুকুট কার মাথায় উঠল দেখে নিই-
- সেরা তামিল সিনেমা– জেলর (JAILER)
- সেরা অভিনেতা- বিক্রম (Vikram) (Ponniyin Selvan: II সিনেমার জন্য)
- সেরা অভিনেত্রী- ঐশ্বর্য রাই ( Aishwarya Rai) (Ponniyin Selvan: II সিনেমার জন্য)
- সেরা পরিচালক- মণিরিত্নম (Mani Ratnam) (Ponniyin Selvan: II সিনেমার জন্য)
- সেরা সংগীত পরিচালক- এ আর রহমান ( AR Rahman) (Ponniyin Selvan: II সিনেমার জন্য)
- সেরা নেতিবাচক চরিত্রাভিনেতা- এস. জে. সূর্য ( SJ Suryah) (Mark Antony সিনেমার জন্য)
- সেরা পার্শ্ব চরিত্রাভিনেতা- জয়রাম (Jayaram) (Ponniyin Selvan: II সিনেমার জন্য)
- সেরা পার্শ্ব চরিত্রাভিনেত্রী- সহস্রা শ্রী (Sahasra Shree) (Chithha সিনেমার জন্য)
তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রি
তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে বিজয়ী হয়েছেন-
- সেরা অভিনেতা- নানি (Nani) (Dasara সিনেমার জন্য)
সেরা নেতিবাচক চরিত্রাভিনেতা- শাইন টম চাকো (Shine Tom Chacko) (Dasara সিনেমার জন্য)
মালায়লাম ফিল্ম ইন্ডাস্ট্রি
মালায়লাম ফিল্ম ইন্ডাস্ট্রিতে এবছরে একটিমাত্রই নতুন পুরস্কার সংযোজিত হয়েছে-
- সেরা খল অভিনেতা- অর্জুন রাধাকৃষ্ণান (Arjun Radhakrishnan) (Kannur Squad সিনেমার জন্য)
কন্নড় ফিল্ম ইন্ডাস্ট্রি
কন্নড় ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে সেরার সেরা হয়েছে-
- কন্নড় সিনেমায় সেরার সেরা– ঋষভ শেট্টী (Rishab Shetty)
- সেরা নবাগতা– আরাধনা রাম ( Aradhana Ram) (Kaatera সিনেমায় আত্মপ্রকাশ)
বিশেষ পুরস্কার-
এছাড়াও রয়েছে কিছু বিশেষ পুরস্কার
- আউটস্ট্যান্ডিং অ্যাচিভমেন্ট ইন ইন্ডিয়ান সিনেমা- চিরানদেবী (Chiranjeevi)
- আউটস্ট্যান্ডিং কন্ট্রিবিউশন টু ইন্ডিয়ান সিনেমা- প্রিয়দর্শন (Priyadarshan)
- ওম্যান অফ দ্য ইয়ার ইন ইন্ডিয়ান সিনেমা- সামান্ত রুঠ প্রভু (Samantha Ruth Prabhu)
- গোল্ডেন লেগাসি অ্যাওয়ার্ড- নন্দমুড়ি বালাকৃষ্ণন (Nandamuri Balakrishna)
২৯ তারিখ আইফা রকস-এর মধ্যে দিয়ে শেষ হয় এবছরের IIFA 2024-এর অনুষ্ঠান। আবার একবছরের প্রতীক্ষা শুরু।