UGC NET Online Coaching with BSSEI

IIFA Awards 2024 – কাদের মাথায় উঠলো সেরার সেরা মুকুট, চলুন দেখে নেওয়া যাক

October 2, 2024
IIFA Awards Winners List

আবুধাবিতে জমজমাট ২৪ তম আইফা (IIFA) পুরস্কার অনুষ্ঠান। ২৭-২৯ সেপ্টেম্বর ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম অ্যাকাডেমি (IIFA)-এর অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন বলিউডের তাবড় তাবড় তারকারা। প্রতিবারের ধারা অক্ষুণ্ণ রেখে এবারেও নাচে-গানে তারকাদের অনবদ্য পারফরমেন্সে এবং  কিং খান ( শাহরুখ খান), ভিকি কৌশল ও করণ জোহারের মনমাতানো সঞ্চালনায় জমকালো উৎসবের আমেজ তৈরি হয়েছিল সেখানে।

IIFA সম্পর্কে কিছু কথা

ভারতীয় হিন্দি চলচ্চিত্র (বলিউড)-এ শিল্পী ও কলাকুশলীদের অসামান্য অবদানের জন্য বার্ষিক ভাবে এই সম্মাননা প্রদান করা হয়ে থাকে। প্রতিবারের অনুষ্ঠানে পূর্ববর্তী বছরের চলচ্চিত্রের জন্য পুরস্কার প্রদান করা হয়, বলিউডের নক্ষত্রদের।  

  • ২০০০ সাল থেকে এই সম্মাননা অনুষ্ঠানটি (IIFA) শুরু হয়েছিল।
  • প্রথম বছরে আইফা (IIFA) পুরস্কার উৎসবটি অনুষ্ঠিত হয়েছিল যুক্তরাস্ট্রের লন্ডনের মিলিনিয়াম ডোমে।
  •  ভারতীয় বলিউডের সফলতম এই উৎসব অনুষ্ঠিত হয় পৃথিবীর বিভিন্ন দেশ।  

IIFA অনুষ্ঠানের কিছু বিশেষ তথ্য 

  • ২০০০ সাল থেকে এই পুরস্কারের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন অমিতাভ বচ্চন।
  • প্রথম বছর অনুষ্ঠানের সঞ্চালকের ভূমিকায় ছিলেন যুক্তা মুখিয়ে ও অনুপম খের।
  • ২০০৯ সালের পর পাঁচটি বিশেষ ক্যাটাগরি এই অ্যাওয়ার্ড অনুষ্ঠানে যুক্ত হয়েছিল দশকের শ্রেষ্ঠ স্টার (পুরুষ), দশকের শ্রেষ্ঠ স্টার (মহিলা), দশকের শ্রেষ্ঠ পরিচালক, দশকের শ্রেষ্ঠ সঙ্গীত ও দশকের শ্রেষ্ঠ চলচ্চিত্র।
  • এই অনুষ্ঠানে প্রথম পুরস্কার পেয়েছিল ‘হাম দিল দে চুকে সনম’ চলচ্চিত্রটি।
  • একক চলচ্চিত্রের জন্য সর্বাধিক পুরস্কার পেয়েছে দেবদাস, থ্রি ইডিয়টস প্রভৃতি সিনেমা।
  • রিচালনার জন্য সর্বাধিক পুরস্কার পেয়েছেন সঞ্জয় লীলা ভন্সালী।
  • শ্রেষ্ঠ সংগীত পরিচালক হিসেবে পুরস্কার পেয়ে আমাদের গর্বিত করেছেন এ আর রহমান।

আইফা অ্যাওয়ার্ড ২০২৪ (IIFA 2024) 

  • আইফা অ্যাওয়ার্ড ২০২৪ এই নিয়ে তিন বছর ধরে আবুধাবিতে অনুষ্ঠিত হচ্ছে।
  • এই অনুষ্ঠানে তিনজন সঞ্চালক হলেন মধ্যে শাহরুখ খান, করণ জোহার ও ভিকি কৌশল। 
  • আবুধাবির আইকনিক ইয়াস দ্বীপে প্রথম দিনের অনুষ্ঠান শুরু হয় IIFA উৎসবম-এর মাধ্যমে। দক্ষিণ ভারতের চারটি (তামিল, তেলেগু, মালায়লাম, কানাডা)  উজ্জ্বল ফিল্ম ইন্ডাস্ট্রির সেলিব্রেশন উদ্‌যাপিত হয়েছিল। 
  • অনুষ্ঠানের দ্বিতীয় দিন ২৮ সেপ্টেম্বর IIFA অ্যাওয়ার্ড শো-টি হয়েছিল।
  • ২৯ সেপ্টেম্বর IIFA রকসের মাধ্যমে এই তিনদিন ব্যাপী অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। 

এবার দেখে নেওয়া যাক এবছরে সেরার সেরা শিরোপা কারা কারা পেয়েছেন—  

ক্যাটাগরি

সিনেমা

বিজয়ী তারকা

সেরা ছবি (Best Picture)

অ্যানিম্যাল (Animal)

ভূষণ কুমার, কৃষ্ণ কুমার, প্রনয় রেড্ডি ভাঙ্গা

সেরা পরিচালক (Best Director)

12th Fail (অ্যাডাপ্টেড)

বিধু বিনোদ চোপড়া

সেরা অভিনেতা (পুরুষ) (Best Actor – Male)

জওয়ান (Jawan)

শাহরুখ খান

সেরা অভিনেত্রী (মহিলা) (Best Actress – Female)

মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে (Mrs. Chatterjee vs Norway)

রানি মুখার্জি

সেরা সহকারী অভিনেতা (পুরুষ) (Best Supporting Actor – Male)

অ্যানিম্যাল (Animal)

অনিল কাপুর

সেরা সহকারী অভিনেত্রী (মহিলা) (Best Supporting Actress – Female)

রকি আওর রানি কি প্রেম কাহানি (Rocky Aur Rani Kii Prem Kahaani)

শাবানা আজমী

সেরা খল নায়ক পারফরম্যান্স (Best Performance in a Negative Role)

অ্যানিম্যাল (Animal)

ববি দেওল

সেরা সঙ্গীত পরিচালনা (Best Music Direction)

অ্যানিম্যাল (Animal)

প্রীতম সহ বিভিন্ন শিল্পী

সেরা প্লেব্যাক গায়ক (পুরুষ) (Best Playback Singer – Male

অ্যানিম্যাল (Animal)

অরিজিত সিং

সেরা প্লেব্যাক গায়িকা (মহিলা) (Best Playback Singer – Female)

চালেয়া (Chaleya)

(জওয়ান Jawan)

শিল্পা রাও

সেরা গল্প (Best Story)

রকি আওর রানি কি প্রেম কাহানি (Rocky Aur Rani Kii Prem Kahaani

ইশিতা মৈত্র, শশাঙ্ক খৈতান, সুমিত রায়

সেরা লিরিকস (Best Lyrics)

সাতরঙ্গা (Satranga) (এনিম্যাল) (Animal)

সিদ্ধার্থ সিং, গারিমা ওহাল

সেরা গল্প (অ্যাডাপ্টেড) (Best Story – Adapted)

12th Fail

বিধু বিনোদ চোপড়া, আয়ুষ সকসেনা, বিকাশ দিব্যকির্তি, জাস্কুনওয়ার কোহলি

সেরা মিক্সিং ( Best Mixing)

জওয়ান (Jawan)

সম্পথ আলওয়ার,  মার্তি হামফ্রে

 রব মার্শাল, ক্রিস জেকবসন

সেরা কোরিওগ্রাফি ( Best Choreography)

পাঠান ( Pathaan)

বস্কো-সিজার

সেরা সম্পাদনা ( Best Editing)

অ্যানিম্যাল (Animal)

সন্দীপ রেড্ডি ভাঙ্গা

  • আউটস্ট্যান্ডিং অ্যাচিভমেন্ট ইন ইন্ডিয়ান সিনেমা (Outstanding Achievement in Indian Cinema)- হেমা মালিনী

  • বছরের নতুন প্রতিভা (Debutant of the Year)- আলিজেহ অগ্নিহোত্রী
  • ফিল্ম ইন্ডাস্ট্রিতে ২৫ বছর অতিক্রান্ত- করণ জোহার

প্রযুক্তি বিষয়ে সেরারা হলেন

  • সেরা সিনেমাটোগ্রাফি – জি কে বিষ্ণু (জওয়ান সিনেমার জন্য)
  • সেরা সাউন্ড ডিজাইনার – সচিন সুধাকরণ, হরিহরণ এম (অ্যানিম্যাল সিনেমার জন্য)
  • সেরা স্পেশাল এফেক্টস (ভিস্যুয়াল) – রেড চিলিস ভিএফএক্স (জওয়ান সিনেমার জন্য)

আলোচ্য অনুষ্ঠানে শাহরুখ খানের হাতে সেরা অভিনেতার পুরস্কারটি তুলে দেন তাঁর ‘দিল সে’ ছবির পরিচালক মণিরত্নম ও সঙ্গীত গুরু এ আর রহমান ৷ অ্যাওয়ার্ড  নেওয়ার সময় কিং খান মণিরত্নমের পা ছুঁয়ে প্রণাম করেন।

  • ফিল্ম ইন্ডাস্ট্রিতে ২৫ বছর অতিক্রান্ত হওয়ার দরুণ করণ জোহারকে বিশেষভাবে সম্মাননা জ্ঞাপন করা হয়।
  • উল্লেখযোগ্য বিষয় হচ্ছে আইফা ২০২৪-এর সম্মাননা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাঙালি অভিনেতা টোটা রায়চৌধুরী। 
  • ‘রকি অউর রানি’ ছবিতে অভিনয়ের জন্য টোটা রায়চৌধুরী সেরা সহ-অভিনেতা হিসেবে মনোনীত হয়েছিলেন।

বলিউড ছাড়াও এই অনুষ্ঠানে ( IIFA 2024) দক্ষিণ ভারতের চারটি উজ্জ্বল ফিল্ম ইন্ডাস্ট্রি (তামিল, তেলেগু, মালায়লাম, কানাডা)-র  কয়েকটি সিনেমাও  পুরস্কৃত হয়েছে। 

তামিল ফিল্ম ইন্ডাস্ট্রি

তামিল ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে সেরার মুকুট কার মাথায় উঠল দেখে নিই- 

  • সেরা তামিল সিনেমা– জেলর (JAILER)
  • সেরা অভিনেতা- বিক্রম (Vikram)  (Ponniyin Selvan: II সিনেমার জন্য)
  • সেরা অভিনেত্রী- ঐশ্বর্য রাই ( Aishwarya Rai)  (Ponniyin Selvan: II সিনেমার জন্য)
  • সেরা পরিচালক- মণিরিত্নম (Mani Ratnam) (Ponniyin Selvan: II সিনেমার জন্য)
  • সেরা সংগীত পরিচালক- এ আর রহমান ( AR Rahman) (Ponniyin Selvan: II সিনেমার জন্য)
  • সেরা নেতিবাচক চরিত্রাভিনেতা- এস. জে. সূর্য ( SJ Suryah) (Mark Antony সিনেমার জন্য)
  • সেরা পার্শ্ব চরিত্রাভিনেতা- জয়রাম (Jayaram) (Ponniyin Selvan: II সিনেমার জন্য)
  • সেরা পার্শ্ব চরিত্রাভিনেত্রী- সহস্রা শ্রী (Sahasra Shree) (Chithha সিনেমার জন্য)

তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রি 

তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে বিজয়ী হয়েছেন-

  • সেরা অভিনেতা- নানি (Nani) (Dasara সিনেমার জন্য)

সেরা নেতিবাচক চরিত্রাভিনেতা- শাইন টম চাকো (Shine Tom Chacko) (Dasara সিনেমার জন্য)

মালায়লাম ফিল্ম ইন্ডাস্ট্রি 

মালায়লাম ফিল্ম ইন্ডাস্ট্রিতে এবছরে একটিমাত্রই নতুন পুরস্কার সংযোজিত হয়েছে-

  • সেরা খল অভিনেতা- অর্জুন রাধাকৃষ্ণান (Arjun Radhakrishnan) (Kannur Squad সিনেমার জন্য)

কন্নড়  ফিল্ম ইন্ডাস্ট্রি

কন্নড় ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে সেরার সেরা হয়েছে- 

  • কন্নড় সিনেমায় সেরার সেরা– ঋষভ শেট্টী (Rishab Shetty)

  • সেরা নবাগতা– আরাধনা রাম ( Aradhana Ram) (Kaatera সিনেমায় আত্মপ্রকাশ)

বিশেষ পুরস্কার- 

এছাড়াও রয়েছে কিছু বিশেষ পুরস্কার 

  • আউটস্ট্যান্ডিং অ্যাচিভমেন্ট ইন ইন্ডিয়ান সিনেমা- চিরানদেবী (Chiranjeevi)
  • আউটস্ট্যান্ডিং কন্ট্রিবিউশন টু ইন্ডিয়ান সিনেমা- প্রিয়দর্শন (Priyadarshan) 
  • ওম্যান অফ দ্য ইয়ার ইন ইন্ডিয়ান সিনেমা- সামান্ত রুঠ প্রভু (Samantha Ruth Prabhu)
  • গোল্ডেন লেগাসি অ্যাওয়ার্ড- নন্দমুড়ি বালাকৃষ্ণন (Nandamuri Balakrishna)

২৯ তারিখ আইফা রকস-এর মধ্যে দিয়ে শেষ হয় এবছরের IIFA 2024-এর অনুষ্ঠান। আবার একবছরের প্রতীক্ষা শুরু।

Leave a Comment