UGC NET Online Coaching with BSSEI

ERMS পরীক্ষার প্রস্তুতির জন্য নীচের দেওয়া লিঙ্কে ক্লিক করে আজই ডাউনলোড করুন

November 15, 2024
EMRS PREVIOUS YEARS QUESTIONS

একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল সরকারী চাকরীকাক্ষী বহু প্রার্থীদের স্বপ্ন পূরণ করে আসছে ২০২৩ সাল থেকে। উপজাতি বিষয়ক মন্ত্রক পশ্চিমবঙ্গে EMRS (একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল) প্রতিষ্ঠা করে প্রান্তিক সম্প্রদায় অর্থাৎ তপসিলি জাতি-উপজাতিদের গুণগত শিক্ষা প্রদানের দিক দিয়ে একটি উল্লেখযোগ্য পদক্ষেপ গ্রহণ করেছে। এই স্কুলগুলির উদ্দেশ্য শিক্ষাগত ব্যবধান পূরণ করা এবং উপজাতীয় শিক্ষার্থীদের জ্ঞান ও দক্ষতার মাধ্যমে সমাজের মূলস্রোতের মানুষদের সঙ্গে একীভূত করার চেষ্টা করছে। পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলাতে যেসকল স্থানে শিক্ষার সুবিধার অভাব ছিল সেইসব প্রত্যন্ত অঞ্চলেও একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল স্থাপন করা হয়েছে। পশ্চিমবঙ্গের পুরুলিয়া, বীরভূম, জলপাইগুড়ি, বাঁকুড়া এবং দার্জিলিং ইত্যাদি স্থানে আলোচ্য স্কুলটি রয়েছে। অ্যাকাডেমিক উৎকর্ষতা ও সাংস্কৃতিক সংরক্ষণের জন্য EMRS নিয়োগ যোগ্য শিক্ষক নির্বাচনের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যারা শিক্ষার্থীদের মানসম্পন্ন শিক্ষা প্রদান করবেন ও শিক্ষার্থীদের কার্যকরভাবে সুপরামর্শ দেবেন। ন্যাশানাল এডুকেশন সোসাইটি ফর ট্রাইবাল স্টুডেন্ট (NESTS) সংস্থা টিচিং পদের পাশাপাশি নন টিচিং-এর অনেকগুলি পদেও গত বছর প্রার্থী নিয়োগ করেছিল। 

২০২৩ সালে NESTS প্রকাশিত বিজ্ঞপ্তিতে ৩৮০০০ টি শূন্যপদের সংখ্যা প্রকাশিত হয়েছিল। কিন্তু তার মধ্যে Phase 1 এর পরীক্ষায় প্রায় ১০০০০ প্রার্থী নিয়োগ করা হয়েছিল। তাহলে চলতি বছরে শূন্যপদ রয়েছে প্রায় ২৮০০০টি। NESTS থেকে প্রকাশিত গত ৫ই নভেম্বরের একটি নোটিশে সমস্ত বিদ্যালয় থেকে বিগত বছরের শূন্যপদ চেয়ে পাঠানো হয়েছে। সুতরাং শূন্যপদ আরও বাড়তে চলেছে।  

  • পরীক্ষার নোটিশ এখন প্রকাশিত হয়নি ঠিকই, কিন্তু হাতে সময়ও খুব কম। বিজ্ঞপ্তির অপেক্ষায় বসে থাকলে চলবে না। প্রস্তুতি নেওয়া শুরু করতে হবে আজ থেকেই। 

EMRS Syllabus and PYQ 

EMRS-এর শূন্যপদের সংখ্যা প্রায় ২৮০০০। নিজের যোগ্যতা প্রমাণ করার জন্য প্রস্তুতি নেওয়া আবশ্যক। আর সেই প্রস্তুতির জন্য পুরো সিলেবাস ও  বিগত বছরের প্রশ্নটি ভালোভাবে দেখে বুঝে নেওয়া খুব প্রয়োজন। সিলেবাসটি নিজের আয়ত্তে আনার জন্য প্রশ্নের প্যাটার্ন ঠিক মতো বুঝে নেওয়ার জন্য তাই পূর্ববর্তী বছরের প্রশ্নগুলি দেখুন, আর নিজের প্রস্তুতিকে সুদৃঢ় করে তুলুন। নীচে বিষয় ভিত্তিক PDF দেওয়া হল ডাউনলোড করে সিলেবাস ও বিগত বছরের প্রশ্নগুলি দেখে নিন- 

EMRS SANS PYQ FINAL BOOK

EMRS BENG PYQ FINAL BOOK

SOCIAL SCIENCE PYQ FINAL BOOK

EMRS GEO PYQ FINAL BOOK

EMRS HIS PYQ FINAL BOOK

EMRS ENGLISH PYQ FINAL BOOK

GENARAL PAPER PYQ FINAL BOOK

 

Leave a Comment