UGC NET Online Coaching with BSSEI

EMRS Recruitment 2024 বিজ্ঞপ্তি আবার আসতে চলেছে, দেখে নিন বিস্তারিত

November 8, 2024
emrs recruitment 2024

শিক্ষকতাকে পেশা হিসেবে স্বপ্ন দেখে বহু চাকরিপ্রার্থীই। সেই স্বপ্নকে পূরণকে বাস্তবায়িত করতে চলেছে ভারতীয় কেন্দ্র সরকার। একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল গতবছরে প্রায় ১০,০০০ পদপ্রার্থীর স্বপ্ন পূরণ করে তাদের মুখে হাসি ফুটিয়েছিল। তবে আগেরবার তারা যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল সেখানে দেখা গিয়েছিল যে শূন্যপদের সংখ্যা ৩৮০০০। তার মানে বর্তমান বছরে শূন্যপদ রয়েছে ২৮০০০ টি। আশা করা যায় এই বছরে EMRS ফেস ২ তে অন্যান্য শূন্যপদগুলির নিয়োগ হবে। এখন জেনে নিন EMRS সম্পর্কে বিস্তারিত তথ্যাবলি এই আর্টিকেলে।

EMRS কী

একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল হল ন্যাশানাল এডুকেশন সোসাইটি ফর ত্রাইবাল স্টুডেন্ট-এর অধীনস্থ সংস্থা। সাধারণত ভারতের প্রত্যন্ত অঞ্চলের বিশেষত উপজাতি সম্প্রদায় এলাকায় এই বিদ্যালয়গুলি প্রতিষ্ঠিত হয়। উপজাতি সম্প্রদায়ভুক্ত ছাত্রছাত্রীদের বিনামূল্যে আবাসিক মাধ্যমে শিক্ষা প্রদান করা হয়ে থাকে। এর মধ্যে প্রধানত তিন রকমের বিদ্যালয় আছে। যথা – ১) একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল (EMRS), ২) একলব্য মডেল ডে বোর্ডিং স্কুল (EMDBS), ৩) সেন্টার এক্সলেন্স অফ স্পোর্টস (CES), ৪) সেন্ট্রাল বর্ড অফ সেকেন্ডারি এডুকেশন(CBSE) মাধ্যমে শিক্ষা প্রদান করা হয়ে থাকে।

ভারতে ও পশ্চিমবঙ্গে EMRS-এর সংখ্যা

সারা ভারতবর্ষে এখনও পর্যন্ত মোট ৬৯০ টি EMRS রয়েছে। তার মধ্যে পশ্চিমবঙ্গে ৮ টি EMRS রয়েছে। আরও ২৬টি EMRS এর টেন্ডার রয়েছে এই বাংলার বুকে।

EMRS-এর শূন্যপদের নাম

NESTS থেকে বিগত বছরে প্রায় ৩৮০০০ পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল। তার মধ্যে মোট ১০,৩৯১ জনকে নিয়োগ করা হয়। আপাতত ২৮০০০ গুলি পদ এখনও শূন্য। যে যে পদগুলির জন্য প্রার্থী নিয়োগ করা হবে সেগুলি হল-

  • প্রিন্সিপাল,
  • PGT,
  • TGT,
  • অ্যাকাউন্ট্যান্ট,
  • ল্যাব অ্যাটেন্ডেন্ট সহ বিভিন্ন টিচিং ও নন টিচিং পদ।

একলব্য মডেল স্কুলের ক্ষেত্রে যোগ্যতা

প্রতিটি আলাদা আলাদা পদে নিয়োগের ক্ষেত্রে প্রার্থীদের যোগ্যতাও আলাদা।

১) প্রিন্সিপাল- ভারত সরকার দ্বারা স্বীকৃত যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। সেই সঙ্গে হিন্দি ও ইংরেজি মাধ্যমে পড়ানোর ১২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
২)  PGT- ভারত সরকার দ্বারা স্বীকৃত যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে ৫০% নম্বর সহ স্নাতকোত্তর ডিগ্রির সঙ্গে B.Ed ডিগ্রি থাকতে হবে। এছাড়া হিন্দি ও ইংরেজি মাধ্যমে পড়ানোর সাবলীলতা থাকতে হবে।
৩)  TGT- ভারত সরকার দ্বারা স্বীকৃত যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে ৫০% নম্বর সহ স্নাতক ডিগ্রির সঙ্গে B.Ed ডিগ্রি থাকতে হবে। সেই সঙ্গে CTET পাশ থাকতে হবে। এছাড়া হিন্দি ও ইংরেজি মাধ্যমে পড়ানোয় সক্ষম হতে হবে।
৪) নন টিচিং পদ- এক একটি পদের জন্য আলাদা আলাদা যোগ্যতা রয়েছে।

বয়সসীমা-

  • প্রিন্সিপাল- ৫০ বছরের মধ্যে চাকরিপ্রার্থীরা আবেদন করতে পারবে। তবে সরকারী নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাওয়া যাবে।
  • PGT- সর্বোচ্চ ৪০ বছর বয়স পর্যন্ত এই পদের জন্য আবেদন করা যাবে। ( সরকারী নিয়ম অনুযায়ী ছাড় পাওয়া যাবে।)
  • TGT- সর্বোচ্চ ৩৫ বছর বয়সী চাকরী প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন।

বেতন কাঠামো-

  • প্রিন্সিপাল- লেভেল ১২ অনুসারে ৭৮,৮০০ – ২০৯২০০
  • PGT- লেভেল ৮ অনুসারে ৪৭৬০০ – ১৫১১০০
  • TGT – লেভেল ৭ অনুসারে ৪৪,৯০০ – ১, ৪২,৪০০
  • অ্যাকাউন্ট্যান্ট- লেভেল ৬ অনুসারে ৩৫৪০০ – ১,১২,৪০০
  • EMRS JSA- লেভেল ২ অনুসারে ১৯৯০০ – ৬৩২০০
  • EMRS ল্যাব অ্যাসিসটেন্ট- লেভেল ১ অনুসারে ১৮০০০ – ৫৬৯০০

EMRS Recruitment 2024-এর পরীক্ষা পদ্ধতি

EMRS এর পরীক্ষা মূলত OMR শীটে হয়ে থাকে। এই পরীক্ষায় MCQ ধরনের প্রশ্ন থাকে এবং প্রত্যেক পদের ক্ষেত্রেই ১৫০ নম্বরের পরীক্ষা হয়ে থাকে। আলোচ্য পরীক্ষাটিতে নেগেটিভ মার্কিং থাকে। পুরো পরীক্ষাটির সময়সীমা ৩ ঘন্টা। এখন দেখে নিন বিভিন্ন পদের পরীক্ষার সিলেবাস-

প্রিন্সিপাল পরীক্ষার সিলেবাস-

রিজনিং এবং নিউম্যারিক এবিলিটি

১০

জেনারেল অ্যাওয়ারনেস

২০

ল্যাংগুয়েজ ( ইংরেজি, হিন্দি)

২০

অ্যাকাডেমিক অ্যান্ড রেসিডেন্সিয়াল অ্যাস্পেক্ট

৫০

অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ফাইন্যান্স

৫০

মোট

১৫০

TGT -এর সিলেবাস

রিজনিং

১০

জেনারেল অ্যাওয়ারনেস

১০

ল্যাংগুয়েজ ( ইংরেজি, হিন্দি,মাতৃভাষা) 

৩০

ICT

১০

টিচিং অ্যাপ্টিটিউড 

১০

সাবজেক্ট, পেডাগজি, NEP-2020

৭০+৫+৫=৮০

মোট

১৫০

PGT-এর সিলেবাস 

রিজনিং

২০

জেনারেল অ্যাওয়ারনেস

১০

ল্যাংগুয়েজ ( ইংরেজি, হিন্দি)

২০

ICT

১০

টিচিং অ্যাপ্টিটিউড 

১০

সাবজেক্ট, পেডাগজি, NEP-2020

৭০+৫+৫=৮০

মোট

১৫০

নন টিচিং-এর সিলেবাস

রিজনিং

২০

জেনারেল অ্যাওয়ারনেস

৩০

ল্যাংগুয়েজ ( ইংরেজি, হিন্দি) 

৩০

বেসিক কম্পিউটার নলেজ 

১০ 

কোয়ান্টিটিভ অ্যাপ্টিটিউড

২০

কম্পিউটার টেস্ট

২০

মোট

১৫০

নিয়োগ প্রক্রিয়া-

EMRS -এর অধীন যে সমস্ত পদগুলিতে নিয়োগের  কথা  হয়েছিল তাদের লিখিত পরীক্ষার মাধ্যমেই নিয়োগ করা হবে। PGT ও TGT পদের ক্ষেত্রে লিখিত পরীক্ষা। অন্যান্য শিক্ষা সহায়ক কর্মীদের ক্ষেত্রে টাইপিং টেস্ট দিতে হবে। হিন্দির ক্ষেত্রে ৩৫WPM ইংরেজির ক্ষেত্রে ৩০ WPM থাকতে হবে। 

Ekalavya Model Residential School আবেদনের পদ্ধতি- 

নিম্ন লিখিত পদ্ধতির মাধ্যমে আবেদন করা যাবে 

  • Step 1: Visit the EMRS official website at www.emrs.tribal.gov.in.
  • Step 2: Click on the “Careers/Notification” tab on the Homepage.
  • Step 3: Search for EMRS Recruitment 2024 and click on it.
  • Step 4: Fill out the EMRS Recruitment 2024 application form with all the mandatory details.
  • Step 5: Upload all the required documents including your passport-size photograph, signature, certificates, etc.
  • Step 6: Recheck all the details of your application form before proceeding to the payment page.
  • Step 7: Pay the application fees as mentioned category-wise.
  • Step 8: Click on the submit button.
  • Step 9: After successfully submitting the application form applicants may note their registration number and take a printout copy of the confirmation page

একলব্য মডেল স্কুলের ক্ষেত্রে আবেদন মূল্য

প্রিন্সিপাল পদে আবেদন মূল্য- ২০০০/-

TGT ও PGT পদের ক্ষেত্রে আবেদন মূল্য- ১৫০০/-

নন টিচিং স্টাফেদের পদে আবেদন মূল্য- ১০০০/-

SC/ST/PWD বিভাগের প্রার্থীদের জন্য  কোনো রকম আবেদন মূল্য লাগে না।

পরবর্তী পরীক্ষার সম্ভাব্য বিজ্ঞপ্তি ( EMRS Phase 2) 

পরবর্তী পরীক্ষার বিজ্ঞপ্তি এখনও বের হয়নি। তবে পরবর্তী পরীক্ষার সম্ভাব্য সময়সীমা ডিসেম্বর ২০২৪ – জানুয়ারি ২০২৫

বিশদ আপডেট পেতে যুক্ত হন EMRS গ্রুপে 

Join EMRS Whatsapp Group

বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন-

Leave a Comment