স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ পরীক্ষা বন্ধ বহুদিন, কোন দিকে এগোচ্ছে শিক্ষাব্যবস্থার ভবিষ্যৎ ?
শিক্ষকতা বর্তমান যুগে দাঁড়িয়েও একটি সম্মানীয় পেশা। অনেকের মনেই শিক্ষক হওয়ার স্বপ্ন ছোট থেকে দানা বাঁধতে শুরু করে। নিজের শিক্ষককে দেখে মনে মনে ভাবে সেও একদিন ওই জায়গায় দাঁড়িয়ে শিক্ষার্থীদের শিক্ষাদান করবে। এই পদটি সমাজের একটি স্তম্ভ বলা যায়। সকল পেশার ভবিষ্যৎ কান্ডারিদের নিজেদের হাতে গড়ে পিঠে তোলেন শিক্ষকরা।
কিন্তু বর্তমানে পশ্চিমবঙ্গ রাজ্যে মানুষের জীবনে সেই স্বপ্ন অধরাই থাকতে শুরু করেছে। কারণ গত ৮ বছর ধরে কোনো সহকারী শিক্ষকের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়নি পশ্চিমবঙ্গে। ফলত রাজ্যের স্কুলগুলিতে শিক্ষাব্যবস্থা অত্যন্ত শোচনীয়। একরাশ আশা বুকে করেও তবু পদপ্রার্থীরা অপেক্ষা করে গেছে বছরের পর বছর ধরে।
বর্তমানে WBSSC-এর অবস্থান
WBSSC শেষবারের মতো সংগঠিত হয়েছিল ২০১৬ সালে। তারপর ২০১৬-২০২৪ সাল মানে প্রায় ৮-৯ বছর হয়ে গেল WBSSC পরীক্ষার দ্বারা কোনো নিয়োগ হয়নি। অর্থাৎ যাদের আশা ছিল WBSSC পরীক্ষা দিয়ে শিক্ষক রূপে নিজেদের ভবিষ্যৎ গড়ে তুলবেন তাদের জীবন থেকেও চলে গেছে ৮-৯ বছর। যদিও প্রতিবছর পুজোর আগে পরিচালনা সংস্থার পক্ষ থেকে ঘোষণা করা হয়, WBSSC পরীক্ষার দ্বারা খুব শীঘ্রই সহকারী শিক্ষক নিয়োগ করা হবে, কিন্তু সময় চলে, বিজ্ঞপ্তি আর বাস্তবায়িত হয় না, সময়ের সঙ্গে সঙ্গে মিলিয়ে যায় সকল ঘোষণা। কেটে যেতে থাকে একটি করে বছর।
মাঝে অসাধু উপায় অবলম্বন করে কিছু শিক্ষককে নিয়োগ করা হয়েছিল। কিন্তু কালের নিয়মে বেশ কিছুদিন পরে হলেও অসাধু উপায় অবলম্বন করা প্রার্থীদের নিয়োগ বাতিল হয়ে যায়।
এরপর ২০২২ সালে ৫ই মে অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশ করা হয়েছিল। সেখানে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছিল কিছুদিনের মধ্যেই সহকারী শিক্ষক পদে পুনরায় নিয়োগ শুরু হবে। কিন্তু সেটিও কার্যকরী হতে দেখা যায় না।
পরবর্তী নিয়োগ কবে হতে পারে?
পূর্বেই উল্লিখিত ২০২২ সালের পর স্কুল সার্ভিস কমিশন আর কোনো রকম বিজ্ঞপ্তি প্রকাশ করেনি। বি.এড কলেজগুলিতে যখন ভর্তির প্রক্রিয়া চলে তখন প্রতি বছর ঘোষণা করা হয়, কিছুদিনের মধ্যেই শিক্ষক নিয়োগ করার প্রক্রিয়া শুরু হবে। কিন্তু সেই ঘোষণা শুধুমাত্র হয়েই থেকে যায়, বাস্তবায়িত হয়না।
প্রার্থীদের আশার আলো
তবে এবারে সমস্ত ধৈর্যের সীমা অতিক্রান্ত হয়েছে। গর্জে উঠেছে প্রার্থীরা তাদের ন্যায্য দাবির জন্য। WBSSC পরীক্ষার পদপ্রার্থীরা আইনি সাহায্য নিয়ে একটি জনস্বার্থ মামলা করেছে, ১২ নভেম্বর প্রথম এই জনস্বার্থ মামলাটি কোর্টে উঠবে।
মামলার দাবি
এই মামলার ক্ষেত্রে যে যে ন্যায্য দাবিগুলি পদপ্রার্থীদের পক্ষ থেকে রাখা হয়েছে, সেগুলি বর্ণিত হল-
1) এই স্কুল সার্ভিস কমিশন মানুষের জীবন থেকে যে আট থেকে দশ বছর কেড়ে নিয়েছে,তার জন্য জেনারেল, SC, ST, OBC ইত্যাদি সকল ক্যাটাগরির পরীক্ষার্থীদেরকে কমপক্ষে আটটা বছর বাড়তি পরীক্ষাতে বসার সুযোগ দিতে হবে।
(2) প্রতি বছর পরীক্ষা নিতেই হবে ও প্রতি পরীক্ষার হওয়ার পর অনধিক তিন মাসের মধ্যে রেজাল্ট বের করতেই হবে এবং রেজাল্টের ভিত্তিতে স্বচ্ছভাবে নিয়োগ করতে হবে।
3) প্রতিটি পরীক্ষার্থী যেন তার রোল নম্বর- রেজিস্ট্রেশন নম্বর দিয়ে আলাদা করে নিজের পরীক্ষার ফলাফল জানতে পারে সেই ব্যবস্থা করতে হবে স্কুল সার্ভিস কমিশনকে।
4) কোনো বিতর্কিত প্রশ্ন কিংবা ভুল প্রশ্ন রাখা যাবে না। ভুল প্রশ্ন থাকলে সেটা যদি পরীক্ষার্থীরা attemp করে তাহলে তাদের পুরো নম্বর দিতেই হবে।
মামলার ক্ষেত্রে আইনি মূল বিষয়বস্তু হল:-
১) WBSSC (V-XII) অতি দ্রুত বিজ্ঞপ্তি এবং ২০২৪ সালের মধ্যে পরীক্ষা নিয়ে নিয়োগ দেওয়া।
২) ২০১৬ – ২০২৪ পর্যন্ত Up to date vacancy তে নিয়োগ করতে হবে।
৩) প্রতিবছর বিজ্ঞপ্তি দিয়ে শিক্ষক নিয়োগ করানো।
8) দীর্ঘদিন SLST(V-XII) বন্ধ থাকার কারণে, Age relaxation বা বয়সসীমা বাড়ানো।
৫) সুপ্রিমকোর্ট এর নির্দেশে প্রতি বছর প্রাইমারি TET হচ্ছে। প্রতি বছর আপার প্রাইমারি TET (সেন্ট্রাল) হচ্ছে। আমাদের এই রাজ্যে হবে না কেন।
৬) ৪০:১ রেশিও স্কুল সার্ভিস কমিশন যাতে মানে, তাতে নজর দেওয়া।
একার প্রচেষ্টার দ্বারা সমাজে কোনো পরিবর্তন আনাই সম্ভব না, তাই সকলের কাছে একটাই অনুরোধ স্ব-ইচ্ছায় এই প্রতিবাদের সামিল হন, গর্জে উঠুন, সহযোগিতা করুন। কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করলে তবেই সমাজের থেকে বেকারত্বের তকমা মুছে ফেলা সম্ভবপর হবে।
সহযোগিতা
জনস্বার্থ মামলা করা এবং সেটিকে চালিয়ে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট পরিমাণ অর্থ লাগে। তাই আপনারা প্রত্যেকে স্ব-ইচ্ছায় এগিয়ে আসুন, এবং প্রত্যেক’কে এগিয়ে আসার জন্য সহযোগিতা করুন, এখানে সকলেই সকলের পারস্পরিক পরামর্শদাতা এবং সহযোগী। যারা মামলাটি করেছে তারা সকলেই প্রায় বেকার, সেখানে এই বেকার অবস্থায় গুটিকয়েক ব্যাক্তিবিশেষের দ্বারা জনস্বার্থ মামলাটি চালিয়ে নিয়ে যাওয়া একপ্রকার দুঃসাধ্য ব্যাপার। তাই সকলের সর্বাঙ্গীণ সহযোগিতা একান্ত কাম্য। সেই জন্য নীচে একটি QR যুক্ত করা হল সহৃদয় ব্যক্তিরা সেটিকে স্ক্যান করে WBSSC পদপ্রার্থীদের সহায়তা করে তাদের পাশে থাকুন।
WBSSC পদপ্রার্থীদের দ্বারা সংগঠিত টেলিগ্রাম ও ফেসবুকের লিঙ্ক নীচে দেওয়া হল-
আরও বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন-